একটা মাত্র আইশ্যাডো প্যালেট কাজে লাগান 5টি ভিন্ন উপায়ে

Written by Manisha Dasgupta4th Jun 2021
একটা মাত্র আইশ্যাডো প্যালেট কাজে লাগান 5টি ভিন্ন উপায়ে

যে সব মেকআপ প্রডাক্ট একাধিক কাজে লাগানো যায়, তার চেয়ে ভালো আর কী হতে পারে? বি বিউটিফুল টিমের আমরা প্রত্যেকেই এমন মেকআপ প্রডাক্টের সন্ধানে থাকি সারাক্ষণ। এমনিতেই নানা কাজে লাগানোর ব্যাপারে লিপস্টিক আমাদের চিরন্তন বন্ধ, এমনকী গোটা মুখের মনোক্রোম মেকআপ শুধুমাত্র একটা লিপস্টিক দিয়েই করে ফেলা যায়! কিন্তু জানেন কি, ওই একই কাজ আইশ্যাডো দিয়েও আপনি করতে পারেন?

সত্যি বলতে আইশ্যাডো দিয়েও লিপস্টিকের মতোই পুরো মুখের মেকআপ করে নেওয়া যায়! একদম ঠিক পড়েছেন! ল্যাকমে অ্যাবসলিউট স্পটলাইট আইশ্যাডো প্যালেট-স্মোকিং গ্ল্যাম/ Lakmé Absolute Spotlight Eye Shadow Palette – Smokin’ Glam-এ রয়েছে একগুচ্ছ ম্যাট আর গ্লিটারি শেডের সমাহার যা আপনি নানাভাবে ব্যবহার করতে পারেন। দেখে নিন ল্যাকমের এই দারুণ আইশ্যাডো প্যালেটটি আমরা কীভাবে পাঁচটি আলাদা মেকআপের কাজে লাগিয়েছি।

 

01. গ্লিটার নেলপলিশ হিসেবে

05. কন্ট্যুর হিসেবে

ইচ্ছে করছে গ্লিটার নেলপলিশ পরতে, অথচ হাতের কাছে নেই? আইশ্যাডো প্যালেট থেকে যে কোনও রঙের গ্লিটার শ্যাডো একটু খুঁটে তুলে নিন, তারপর ক্লিয়ার নেলপলিশে মিশিয়ে নিন। নখে পরার আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাস্টমাইজড নেলপলিশের শেড তৈরি করে নেওয়া এতটা সহজ,জানতেন?

 

02. ব্লাশ হিসেবে

05. কন্ট্যুর হিসেবে

ল্যাকমে আইশ্যাডো প্যালেটে খুব সুন্দর একটি পিচ শেড রয়েছে যা দিয়ে দারুণ ব্লাশের কাজ হতে পারে। গালে একটা আলগা উষ্ণ আভা যোগ করতে এই শেডটি অনবদ্য! আপনার মুখের রোমছিদ্র বড় হলে ম্যাট শেড লাগানোই ভালো; নয়তো যে কোনও গ্লিটারি শেড ব্যবহার করতে পারেন, মুখে ঝটপট দারুণ রঙিন আভা আসবে!

 

03. আইলাইনার হিসেবে

05. কন্ট্যুর হিসেবে

রঙিন আইলাইনার পরতে ইচ্ছে করছে, অথচ পয়সা খরচ করে কিনতে ইচ্ছে করছে না? হাতের কাছে ল্যাকমে আইশ্যাডো প্যালেটের রংবেরঙের সমাহার থাকলে সব মুশকিল আসান! এই প্যালেটের সবক'টি শিমারি শেডই দারুণ আইলাইনার হয়ে ওঠার উপযোগী। ট্রাডিশনাল পোশাক থেকে শুরু করে গ্ল্যামারাস পার্টির সাজ, সব ক্ষেত্রেই এই আইশ্যাডোকে আইলাইনার হিসেবে পরে নিতে পারেন।

 

04. হাইলাইটার হিসেবে

05. কন্ট্যুর হিসেবে

ন্যুড আর গোল্ড শেডে একগুচ্ছ গ্লিটার আইশ্যাডো রয়েছে এই প্যালেটে, ফলে হাইলাইটার হিসেবে সে সব সহজেই ব্যবহার করা যায়। পছন্দসই শেড নিয়ে মুখের হাই পয়েন্টগুলোয়, অর্থাৎ চিকবোন, কপাল, ভুরুর হাড়, নাকের ওপরে, ওপরের ঠোঁটের খাঁজে, চিবুকে বুলিয়ে নিন, আর উদ্ভাসিত হয়ে উঠুন উজ্জ্বল আভায়!

 

05. কন্ট্যুর হিসেবে

05. কন্ট্যুর হিসেবে

ল্যাকমে আইশ্যাডো প্যালেটের ম্যাট ব্রাউন শেডটি চিকবোন কন্ট্যুর করার পক্ষে দারুণ মানানসই। মুখে একটা শাণিত কাটা কাটা ভাব আনতে ব্যবহার করুন এই শেডটি। কোনাচে ফাঁপানো ব্রাশ দিয়ে চিকবোনের ঠিক নিচে বুলিয়ে নিন ম্যাট ব্রাউন শেড আর দেখুন মুখে কীভাবে অন্য মাত্রা এসে যায়।

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
2183 views

Shop This Story

Looking for something else