বাড়িতে ঝটপট হেয়ার স্পা করে নিতে কন্ডিশনারে মেশান প্রাকৃতিক উপাদান

Written by Manisha Dasgupta8th Jun 2021
বাড়িতে ঝটপট হেয়ার স্পা করে নিতে কন্ডিশনারে মেশান প্রাকৃতিক উপাদান

কোভিডের কারণে দেশ জুড়ে চলছে লকডাউন, ফলে আগামী কয়েক মাসে হেয়ার স্পা করাতে বিউটি পার্লারে যাওয়ার কোনও উপায় নেই। অর্থাৎ এই দিনগুলোতে নিজের চুলের দায়িত্ব নিতে হবে নিজেকেই। শুষ্ক চুলের গোছায় নিমেষে আর্দ্রতা ফেরাতে বা নিষ্প্রাণ চুলে নতুন জীবন ফেরাতে হেয়ার স্পা ম্যাজিকের মতো কাজ করে। কিন্তু বাড়িতে হেয়ার স্পা করাটা কি আর সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ শুনে যতটা কঠিন মনে হয়, কাজটা ততটা কঠিন নয়। আপনার শুধু দরকার ভালো একটা কন্ডিশনার বেস আর সেই সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান! এমন একটা দিন বেছে নিন যখন আপনার চুলের একটু যত্নআত্তির প্রয়োজন। তারপর নিচের ধাপগুলো মেনে বাড়িতেই করে ফেলুন হেয়ার স্পা...

বাড়িতে ঝটপট হেয়ার স্পা করে নিতে কন্ডিশনারে মেশান প্রাকৃতিক উপাদান

প্রথমে বেছে নিন আপনার চুলের উপযোগী কন্ডিশনার। সালফেট-মুক্ত ফর্মুলা বেছে নেওয়াই সবচেয়ে ভালো, তা প্রাকৃতিক উপাদানগুলোর সঙ্গে প্রতিক্রিয়া করবে না। 2021 সালের সেরা কন্ডিশনারগুলোর মধ্যে আমাদের সবচেয়ে পছন্দ ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি কন্ডিশনার/  Tresemme Pro Protect Sulphate Free Conditioner। মরোক্কান আর্গান অয়েল সমৃদ্ধ এই কন্ডিশনারটিতে প্রচুর আর্দ্রতা আর পুষ্টি রয়েছে যা হেয়ার স্পা মিক্সের জন্য আদর্শ! এটি সবধরনের চুলের পক্ষে উপযোগী, এমনকী কেমিক্যালি ট্রিটেড চুলের ওপরেও এটি খুব ভালো কাজ করে।

এই কন্ডিশনারে যে সব প্রাকৃতিক উপাদান আপনি যোগ করতে পারেন:
1. মধু - শুষ্ক ও আর্দ্রতাহীন চুলের জন্য
2. ডিম - ক্ষতিগ্রস্ত, ভঙ্গুর চুলের জন্য
3. অলিভ অয়েল - নিষ্প্রাণ চুলের জন্য, তা ছাড়া খুসকি, ডগাফাটা চুল ও চুলের রুক্ষতার জন্য
4. অ্যাভোকাডো - রুক্ষ, কর্কশ, ফুটিফাটা চুলের জন্য
5. অ্যালো ভেরা - উত্তাপের ফলে ক্ষতিগ্রস্ত ও কেমিক্যালি ট্রিটেড চুলের জন্য

 

বাড়িতে ঝটপট হেয়ার স্পা করে নিতে কন্ডিশনারে মেশান প্রাকৃতিক উপাদান

স্পায়ের মিশ্রণ তৈরি হয়ে গেলে নিচের ধাপগুলি মেনে চলুন:

ধাপ 01: সদ্য শ্যাম্পু করা চুলে হেয়ার স্পা ট্রিটমেন্ট সবচেয়ে ভালো কাজ করে। শ্যাম্পুর পর চুল ব্রাশ করে সমস্ত গিঁট বা জট ছাড়িয়ে নিন। স্পা মিক্স ভালোভাবে লাগানোর জন্য পুরো চুল চার-পাঁচটা ভাগে ভাগ করে নিতে হবে। চুল ভাগ করার সময় শুকনো লাগলে গোলাপজল অথবা এমনি সাধারণ জল স্প্রে করে অল্প ভিজিয়ে নিন।

ধাপ 02: স্পা মিশ্রণটা পুরো চুলে লাগান, চুলের মাঝামাঝি অংশ থেকে ডগার দিকে শেষভাগ পর্যন্ত খুব ভালোভাবে লাগাবেন। ওপর থেকে নিচের দিকে মিশ্রণটা লাগান, তারপর মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নিন যাতে মিশ্রণ পুরো চুলে সমানভাবে ছড়িয়ে পড়ে। 15-20 মিনিট রাখুন; এই সময়টা হালকা হাতে স্ক্যাল্প মাসাজ করতে পারেন, প্রডাক্ট তার নিজের মতো কাজ করবে। অথবা হেয়ার মাস্কের উপকারিতা বাড়ানোর জন্য গরমজলে ভেজানো তোয়ালে চুলে জড়িয়ে রাখতে পারেন।

ধাপ 03: ট্রেসমে প্রো প্রোটেক্ট সালফেট ফ্রি শ্যাম্পু/ দিয়ে স্পা মিশ্রণ চুল থেকে কোমলভাবে ধুয়ে ফেলুন। তারপর আবার কন্ডিশনার লাগান। শেষবার চুল ধোওয়ার পর খোলা হাওয়ায় অথবা তোয়ালে দিয়ে চেপে চেপে চুল শুকিয়ে নিন। এরপর রুক্ষতা প্রতিরোধী (ফ্রিজ প্রোটেক্ট) সিরাম স্প্রে করে নিলেই আপনার কাজ শেষ! বাড়ির বাইরে পা না রেখেই সুন্দর ঝলমলে চুল হবে আপনার নিত্যসঙ্গী!

 

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1026 views

Shop This Story

Looking for something else