সাজগোজের জিনিসপত্র কিনতে ইচ্ছে করছে, অথচ পার্সে টাকা নেই! এমন হলে হতাশ লাগে না, বলুন! ইনস্টাগ্রাম দেখে খুঁজেপেতে দারুণ পছন্দসই একখানা আইশ্যাডো প্যালেট পেলেন, অথচ দামে পোষাল না! এখন কতদিনে সামনের মাসে মাইনে পাবেন, তার জন্য বসে থাকুন, আর কী!
আবার অনেকে অপেক্ষা না করে তড়িঘড়ি মাসের শেষ সম্বলটুকু দিয়েও কিনে ফেলেন পছন্দের আইলাইনার, আইশ্যাডো, মাস্কারা! তাতে অবশ্য খানিকটা অপরাধবোধও হয়! তবে আর না! আমরা নিয়ে এসেছি এমন কিছু আই মেকআপ প্রডাক্ট যার দাম মোটেও আকাশছোঁয়া নয়, অথচ গুণমানে অনায়াসেই পাল্লা দেয় দামি প্রডাক্টের সঙ্গে! চোখ বুলিয়ে নিন আর প্রাণ ভরে শপিং করতে থাকুন!
- ল্যাকমে অ্যাবসলিউট ইনফিনিটি আইশ্যাডো প্যালেট
- ল্যাকমে আইকোনিক কার্লিং মাস্কারা
- ল্যাকমে আইকনিক কাজল
- ল্যাকমে ইনস্টা-লাইনার
- ল্যাকমে নাইন টু ফাইভ আই কোয়ার্টেট
ল্যাকমে অ্যাবসলিউট ইনফিনিটি আইশ্যাডো প্যালেট

আইশ্যাডো প্যালেটের খোঁজ যদি করেন, তা হলে বেছে নিন গাঢ় পিগমেন্টযুক্ত ল্যাকমে অ্যাবসলিউট ইনফিনিটি আইশ্যাডো প্যালেট Lakmé Absolute Infinity Eye Shadow Palette কারণ এতে শেডের অনেক রেঞ্জ পাবেন। উজ্জ্বল কোরাল থেকে স্মোকি শেডের মতো বৈচিত্রময় শেড রয়েছে এতে। প্রতিটি প্যালেটে ছ'টি ম্যাট এবং ছ'টি শিমার শেড রয়েছে, যা দিয়ে প্রতিটি অনুষ্ঠানের উপযোগী আই মেকআপ তৈরি করে নিতে পারবেন আপনি। সবচেয়ে ভালো ব্যাপার হল, এমন একটি প্যালেট কিন্তু একেবারেই আপনার বাজেটের মধ্যে। তাই নিজেকে ভালোবাসুন, আর সংগ্রহে রাখুন এই আইশ্যাডো প্যালেট।
ল্যাকমে আইকোনিক কার্লিং মাস্কারা

দাম: ₹450
যে কোনও মেকআপে বাড়তি গ্ল্যামার যোগ করতে জুড়ি নেই মাস্কারার। এ ব্যাপারে আমাদের পছন্দ ল্যাকমে আইকনিক কার্লিং মাস্কারা/ Lakmé Eyeconic Curling Mascara । চোখের পল্লবে নাটকীয় লুক তৈরি করতে বেছে নিতেই হবে এই মাস্কারা। স্মার্ট কার্ল ব্রাশের সাহায্যে সহজেই পেয়ে যান আকর্ষণীয় কার্ল করা চোখের পল্লব! ওয়াটারপ্রুফ আর স্মাজপ্রুফ হওয়ার সুবাদে এই মাস্কারা পরার পর তা মেনটেন করাও সহজ।
ল্যাকমে আইকনিক কাজল

দাম: ₹185
নামেই সব! নিজের চোখদুটিকে আক্ষরিক অর্থেই আইকনিক করে তুলুন এই কাজলটি দিয়ে। স্মাজপ্রুফ এবং ওয়াটারপ্রুফ ল্যাকমে আইকনিক কাজল/ Lakmé Eyeconic Kajal টানা 22 ঘণ্টা ঠিকঠাক থাকে এবং কাজলের তালিকায় এটিই আমাদের সেরা পছন্দ। তা ছাড়া দারুণ এই কাজল পেনসিলটি পাওয়া যায় মাত্র 185 টাকায়, ফলে চোখ ট্যারা না হয়ে কি উপায় আছে?
ল্যাকমে ইনস্টা-লাইনার

দাম: ₹130
ল্যাকমে ইনস্টা-লাইনার/ Lakmé Insta-Liner একদিকে ওয়াটারপ্রুফ, অন্যদিকে দারুণ হালকা। কিন্তু এ ছাড়া আর কিসের জন্য আমরা এই লাইনারটি ভালোবাসি, জানেন? কারণ এই লাইনারটির গাঢ় রং আর শেড রেঞ্জ সত্যিই তাক লাগানো! সোশাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারেরা সারাক্ষণ যে গ্রাফিক লাইনার লুকে ছবি তুলছেন, সেইরকম লুক যদি পেতে চান, তা হলে ইনস্টা-লাইনার দিয়েই হবে বাজিমাত! তাও ভাবছেন? আচ্ছা, এই লাইনারটির দাম মাত্র 130 টাকা। তাই যত খুশি গ্রাফিক লাইনার লুক দিয়ে এক্সপেরিমেন্ট করুন আর প্রতিবার হয়ে উঠুন অনন্যা!
ল্যাকমে নাইন টু ফাইভ আই কোয়ার্টেট

দাম: ₹650
নানান শেডের আইশ্যাডো প্যালেট তো দারুণ লাগে, সন্দেহ নেই, কিন্তু সব তো আর সঙ্গে নিয়ে ঘোরা যায় না! তাই আসরে হাজির ল্যাকমে নাইন টু ফাইভ আই কোয়ার্টেট/ Lakmé 9 to 5 Eye Quartet.। চারটি দুর্দান্ত শেড রয়েছে এই প্যালেটে, আর তার সঙ্গে রয়েছে শিমার পার্টিকল যা দিয়ে দারুণ সুন্দর শেপ আর হাইলাইট করে নিতে পারেন আপনার চোখদুটিতে। যাঁরা ব্যাগে সবসময়ের জন্য একটি ছিমছাম কমপ্যাক্ট আই মেকআপ প্যালেট রাখতে চান, তাঁদের জন্য আদর্শ এই আইশ্যাডো কোয়ার্টেট। ট্রাই করে দেখুন, আপনার চোখ আপনাকে ধন্যবাদ দেবে, আর আপনার পার্সের ওপরেও চাপ পড়বে না!
মূল ফোটো সৌজন্য: @addisonrae
Written by Manisha Dasgupta on 12th Aug 2021