ধুলো, দূষণ, বাড়তে থাকা তাপমাত্রা... সব মিলিয়ে প্রতিদিন চুলের ওপর দিয়ে হাজার রকমের ঝক্কি যায়! আর তারই ফল, তেলতেলে চুল, স্ক্যাল্পে জমে যাওয়া তেলময়লা আর প্রডাক্টের অবশেষ, যা সত্যি বলতে চুলের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়! আর এ সব থেকে বাঁচতে আপনার চুলের দরকার নিয়মিত শ্যাম্পু আর কন্ডিশনারের বাইরে আর একটু বেশি কিছু যা চুল রাখবে সুস্থ আর মজবুত। এখানেই ভূমিকা নেয় স্ক্যাল্প স্ক্রাব।
আপনার মাথার তালু বা স্ক্যাল্প আপনার ত্বকেরই অংশ, ফলে তারও সমান যত্ন নেওয়া দরকার। নিয়মিত এক্সফোলিয়েশন করলে স্ক্যাল্প থেকে নোংরা দূর হবে, স্ক্যাল্প থাকবে তকতকে পরিষ্কার/ Exfoliating will help get rid of impurities and leave your scalp squeaky clean. । আর তার জন্য দোকান থেকে একগাদা খরচ করে প্রডাক্ট কেনারও দরকার নেই; বরং রান্নাঘরের কিছু সহজলভ্য উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই স্ক্রাব। কৌতূহল হচ্ছে? তা হলে পড়তে থাকুন...
ব্রাউন সুগার আর ওটমিল স্ক্রাব

মাথা গভীরভাবে এক্সফোলিয়েট করে পরিষ্কার করতে এই স্ক্রাবটিই আপনার দরকার। স্ক্যাল্পে জমে যাওয়া ময়লা/ remove build-up from the scalp পরিষ্কার করে দেয় এই স্ক্রাব, স্ক্যাল্প থাকে পরিষ্কার আর তরতাজা।
আপনার দরকার:
- 2 টেবিলচামচ ব্রাউন সুগার
- 2 টেবিলচামচ ওটমিল
- 2 টেবিলচামচ লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট টি ট্রি অয়েল অ্যান্ড ভেটিভার ক্ল্যারিফায়িং কন্ডিশনার
- কয়েক ফোঁটা অলিভ অয়েল
ব্রাউন সুগার আর ওটমিল ব্লেন্ডারে পিষে নিন, তারপর তাতে কন্ডিশনার আর অলিভ অয়েল মেশান।
ব্রাউন সুগার আর ওটমিল স্ক্যাল্প এক্সফোলিয়েট করে, অন্যদিকে লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট টি ট্রি অয়েল অ্যান্ড ভেটিভার ক্ল্যারিফায়িং কন্ডিশনার/ Love Beauty & Planet Tea Tree Oil & Vetiver Clarifying Conditioner আর অলিভ অয়েল স্ক্যাল্প রাখে আর্দ্র আর পরিষ্কার। কন্ডিশনার স্ক্যাল্প স্নিগ্ধ রাখে, চুল থেকেও প্রডাক্টের অবশেষ ধুয়ে দেয়। চুলে থেকে যায় লেবু আর ভেষজ গাছগাছড়ার তরতাজা সুগন্ধ।
নারকেল তেল ও এসিভি স্ক্রাব

চুল পরিষ্কার করে ডিটক্স/ cleansing detox করতে ব্যবহার করুন নারকেল তেল আর অ্যাপল সিডার ভিনিগার স্ক্রাব।
আপনার দরকার:
- 2 টেবিলচামচ বড় দানার চিনি
- 1 টেবিলচামচ নারকেল তেল
- 1 চাচামচ অ্যাপল সিডার ভিনিগার
- 1 চাচামচ মধু
- কয়েক ফোঁটা রোজমেরি তেল
সমস্ত উপাদান একসঙ্গে মিশিয়ে চিনিটা একটু গলতে দিন। স্ক্যাল্পে সরাসরি হালকা হাতে কয়েক মিনিট মাসাজ করুন। পাঁচ মিনিট রেখে ঠান্ডা জলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
বেকিং সোডা আর টি ট্রি স্ক্রাব

আপনার তেলতেলে স্ক্যাল্প/ oily scalp হলে আর ক্রমাগত মাথায় ময়লা জমে গেলে এই স্ক্রাবটি আপনার দরকার।
আপনার দরকার:
- 1 টেবিলচামচ বেকিং সোডা
- 1 টেবিলচামচ লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট টি ট্রি অয়েল অ্যান্ড ভেটিভার ক্ল্যারিফায়িং শ্যাম্পু
- কয়েক ফোঁটা টি ট্রি অয়েল
সমস্ত উপাদান একসঙ্গে মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে কয়েক মিনিট মাসাজ করুন, তারপর লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট টি ট্রি অয়েল অ্যান্ড ভেটিভার ক্ল্যারিফায়িং শ্যাম্পু/ Love Beauty & Planet’s Tea Tree Oil & Vetiver Clarifying Shampoo. দিয়ে ধুয়ে ফেলুন। এই ক্লিন শ্যাম্পুটি নৈতিকভাবে সংগৃহীত টি ট্রি অয়েল দিয়ে তৈরি এবং স্ক্যাল্প পরিষ্কার করে প্রডাক্টের অবশেষ সাফ করতেও দারুণ কাজের। আর তার
Written by Manisha Dasgupta on 23rd Sep 2021