কনকনে শীতে রুক্ষ শুষ্ক চুলের সমস্যা এড়াতে এখন থেকেই মেনে চলুন 5টি টিপস

Written by Manisha Dasgupta8th Dec 2021
কনকনে শীতে রুক্ষ শুষ্ক চুলের সমস্যা এড়াতে এখন থেকেই মেনে চলুন 5টি টিপস

শুনছেন? হ্যাঁ, আপনাকেই বলছি! ভালো করে শুনুন! শীত কিন্তু এসে গেছে! চিরকালের দুঃস্বপ্নকে যদি সত্যি করে তুলতে না হয়, তা হলে এখনই কাজে নেমে পড়তে হবে! বাতাসে আর্দ্রতার অভাব আপনার চুল থেকে সমস্ত জলীয় অংশ শুষে নিয়ে চুল শুকনো, খসখসে, নির্জীব করে তোলে। এই সমস্যা থেকে বাঁচতে আমরা কিছু দরকারি টিপস সাজিয়ে দিয়েছি যা আপনাকে এই শীতে চুলের রুক্ষতা আর শুকনোভাব প্রতিরোধ করতে সাহায্য করবে! তা হলে কথা আর না বাড়িয়ে শুরু করা যাক!

 

01. হিট স্টাইলিং টুল ব্যবহার এড়িয়ে চলুন

05. গরমজলে স্নান এড়িয়ে চলুন

চুলে শ্যাম্পু করার পর ব্লো-ড্রায়ারের দিকে হাত বাড়ানোটা অভ্যেসের মতো হয়ে গেছে! কিন্তু বাস্তব হল, চুলে যে কোনও তাপ লাগালেই তা চুলের আর্দ্রতা শুষে নিয়ে চুল ভঙ্গুর করে দেয়। তাই ব্লো-ড্রায়ারের বদলে খোলা হাওয়ায় চুল শুকোন। বাদ দিন স্ট্রেটনার আর কার্লারের ব্যবহার। শীতকালে এমনিতেই আপনার চুল দুর্বল অবস্থায় থাকে, তার ওপর হিট স্টাইলিং টুল ব্যবহার করলে চুল আরও বেশি রুক্ষ আর শুকনো হয়ে যাবে।

 

02. সপ্তাহে একদিন হেয়ার মাস্ক লাগান

05. গরমজলে স্নান এড়িয়ে চলুন

হেয়ার মাস্কে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে যা চুল মজবুত করে তোলে, স্ক্যাল্পের স্বাস্থ্যও উন্নত করে। শুকনো, ক্ষতিগ্রস্ত, রুক্ষ চুলের জন্য হেয়ার মাস্ক খুবই কার্যকর, আর শীতে আপনার চুল সবচেয়ে শুকনো আর রুক্ষ থাকে। ফলে আর্দ্রতাই এর একমাত্র ওষুধ! চুলের যত্নের জন্য আমাদের পছন্দ ট্রেসমে কেরাটিন স্মুদ ডিপ স্মুদিং মাস্ক/ TRESemmé Keratin Smooth Deep Smoothing Mask । এটি এমন একটি প্রডাক্ট যা আপনার চুলের রুক্ষতা কমাবে, চুলের জট ছাড়াবে কোমলভাবে এবং চুল নরম কোমল করে তোলার পাশাপাশি উড়ো চুলের সমস্যাও নিয়ন্ত্রণে রাখবে। সপ্তাহে একবার সাধারণ কন্ডিশনারের বদলে এই মাস্কটি লাগান, আর তফাতটা নিজেই দেখে নিন।

 

03. ভেজা চুল নিয়ে বাইরে বেরোবেন না

05. গরমজলে স্নান এড়িয়ে চলুন

চুল ভেজা থাকলে তা ভেঙে ঝরে যাওয়ার প্রবণতা বেশি থাকে, ক্ষতিও বেশি হয়। প্রশ্ন করতে পারেন, কেন? যুক্তিটা খুব সহজ: শীতের ঠান্ডায় চুলের ভেতরে জলের কণাগুলো ফুলে ওঠে, ফলে চুল উঠে যাওয়ার আশঙ্কা বেশি হয়। বাইরে বেরোনোর একান্ত তাড়া থাকলে ব্লো-ড্রাই করে নেওয়া ছাড়া উপায় নেই। হেয়ার ড্রায়ারের তাপ থেকে চুলের যাতে ক্ষতি না হয়, তার জন্য আগে খানিকটা হেয়ার স্প্রে লাগিয়ে নিতে ভুলবেন না।

 

04. অ্যান্টি-হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করুন

05. গরমজলে স্নান এড়িয়ে চলুন

খুব ঘন ঘন শ্যাম্পু করবেন না, তাতে স্ক্যাল্পের প্রাকৃতিক তেলের আস্তরণ নষ্ট হয়ে যাবে যা চুলের আর্দ্রতা বজায় রাখার জন্য দরকার। দুটো শ্যাম্পুর মাঝে বেশ কয়েকদিনের ব্যবধান রাখুন। এমন শ্যাম্পু ব্যবহার করুন যা চুল মজবুত করে, স্ক্যাল্পে পুষ্টি জোগায়। এর ফলে ত্বক শীতের জন্য প্রস্তুত হয়ে যায়, চুল ওঠেও কম। লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট অনিয়ন, ব্ল্যাকসিড অ্যান্ড পাচৌলি সালফেট ফ্রি শ্যাম্পু Love, Beauty & Planet Onion, Blackseed & Patchouli Sulfate Free Shampoo এ ব্যাপারে একদম ঠিকঠাক। এই শ্যাম্পুটি প্রাকৃতিক পেঁয়াজের তেল আর খাঁটি ব্ল্যাকসিড অয়েলে সমৃদ্ধ। পেঁইয়াজ তেল চুল ওঠা কমায় আর ব্ল্যাকসিড অয়েল চুল মজবুত করে। বাড়তি পাওনা পাচৌলির মিষ্টি গন্ধ। আর এতেও যদি আপনার মন না ভরে, তা হলে জেনে রাখুন এলবিপি হল একটি নিষ্ঠুরতা মুক্ত পরিবেশবান্ধব ব্র্যান্ড যাতে কোনওরকম কড়া কেমিক্যাল, রং, প্যারাবেন বা কৃত্রিম সুগন্ধ নেই। পরিবেশবান্ধব, স্থায়ী সিদ্ধান্ত নেওয়ার এটাই তো সময়!

 

05. গরমজলে স্নান এড়িয়ে চলুন

05. গরমজলে স্নান এড়িয়ে চলুন

শীতের দিনে গরমজলে স্নান করতে আরাম লাগে ঠিকই, কিন্তু বেশি গরম জলে স্নান না করাই ভালো! গরমজল মাথার তালুর আর্দ্রতা নষ্ট করে দেয়, ফলে চুল দুর্বল আর ভঙ্গুর হয়ে পড়ে। তাই গরমজল এড়িয়ে চলুন। ঈষদুষ্ণ জলে স্নান করাই সবচেয়ে ভালো! তবে যদি একান্তই গরমজলে স্নান করতে ইচ্ছে করে, খেয়াল রাখবেন স্নানের সময় যেন 10 মিনিট পেরিয়ে না যায়!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
832 views

Shop This Story

Looking for something else