গোলাপজল এমনই একটা উপাদান যা একাধিক ঘরোয়া ফেস মাস্ক তৈরিতে ব্যবহার করা হয়। সুগন্ধি এই তরলটি আমাদের ত্বকের কতরকম উপকার করে, তা তো আমরা সকলেই জানি! কিন্তু চুলের পক্ষেও যে গোলাপজল সমান উপকারী, সে কথা কতজন জানি? চুলের যত্নে গোলাপজলের ব্যবহার সম্পর্কে যদি আপনি ওয়াকিবহাল না হন, তা হলে বিরাট মিস করছেন! আজ চুলের জন্য গোলাপজল কতটা উপকারী, সে বিষয়ে আলোচনা করব আমরা। পড়তে থাকুন...
- গোলাপজল কী?
- স্ক্যাল্প স্নিগ্ধ রাখে
- খুসকির মোকাবিলা করে
- চুলের বৃদ্ধি ঘটায়
- চুল কন্ডিশন করে
- চুল মজবুত করে
- কীভাবে চুলে ব্যবহার করবেন গোলাপজল
গোলাপজল কী?

গোলাপফুলের পাপড়ি জলে ফুটিয়ে বা ডিস্টিল করে যে তরল পাওয়া যায়, সেটাই গোলাপজল। হালকা সুবাসিত এই তরলটি প্রাকৃতিক সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। রাসায়নিকে ভরা পারফিউমের প্রাকৃতিক বিকল্প এটি। মিষ্টি গন্ধ ছাড়াও গোলাপজলের ওষধি গুণ আছে, এটি রান্নার উপাদান হিসেবেও ব্যবহার করা হয়। এখানে আমরা চুলের ওপর গোলাপজলের পাঁচটি উপকারিতা নিয়ে আলোচনা করব।
স্ক্যাল্প স্নিগ্ধ রাখে

গোলাপজলের দারুণ অ্যান্টি-ইনফ্লামেটরু ও অ্যান্টিঅক্সিডান্ট গুণ রয়েছে যা মাথার চুলকানি আর প্রদাহ কমাতে পারে। তাই স্ক্যাল্পে কোনওরকম অস্বস্তি হলেই গোলাপজল তা কমাতে সক্ষম।
খুসকির মোকাবিলা করে

গোলাপজলে পর্যাপ্ত আর্দ্রতা রয়েছে, তাই খুসকি দূর করতে এই উপাদানটির জুড়ি নেই। খুসকি থেকেই মাথায় চুলকানি আর জ্বালা হয়। তা ছাড়া গোলাপের নিজস্ব প্রদাহরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা মাথার চুলকানি কমায়, এবং মাথার ত্বক সুস্থ করে তোলে। স্ক্যাল্পের প্রতিরোধক্ষমতা ফিরে এলে খুসকি চোখে পড়ার মতো কমে যায়।
চুলের বৃদ্ধি ঘটায়

গোলাপজলে ভিটামিন এ, সি, ডি, ই এবং বি3 রয়েছে। ত্বক, চুল ও সার্বিক শরীর সুস্থ রাখতে এই পুষ্টি উপাদানগুলি জরুরি। গোলাপজল স্ক্যাল্পে সরাসরি স্প্রে করলে এ সব ভিটামিন ত্বক আর চুলের ফলিকলগুলোর গভীরে ঢুকে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধি জোরদার হয়। গোলাপজল আসলে চুলের স্বাস্থ্যরক্ষার পানীয়, এভাবে বললে ভুল নেই!
চুল কন্ডিশন করে

গোলাপজলের আর্দ্রতাগুণ খুব বেশি, ফলে শুষ্ক ত্বকের মোকাবিলায় গোলাপজল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তাই স্বাভাবিকভাবেই শুষ্ক চুলের লিভ-ইন কন্ডিশনার হিসেবে গোলাপজল ভালো কাজ করে। বিশেষ করে যাঁদের বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাঁদের চুল রুক্ষ হয়ে গেলে গোলাপজল ব্যবহার করুন। স্প্রে বটলে গোলাপজল ভরে সঙ্গে রাখুন, আর প্রয়োজনমতো চুলে স্প্রে করে নিন। চুলের শেষভাগ শুষ্ক আর ফাটা হলেও গোলাপজল স্প্রে করুন, চুল নিমেষে আর্দ্র আর নরম হয়ে যাবে।
চুল মজবুত করে

ভিটামিন, অ্যান্টিঅক্সিডান্ট, অ্যান্টি-ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের সুবাদে গোলাপজল আপনার প্রতিটি চুল মজবুত করে তোলে। চুলের বৃদ্ধি ঘটানো ছাড়াও চুল ওঠা আর চুল ভাঙাঝরা কমাতেও সক্ষম এই তরলটি! চুলের সার্বিক স্বাস্থ্য উন্নত করে তুলতে জুড়ি নেই গোলাপজলের।
কীভাবে চুলে ব্যবহার করবেন গোলাপজল

চুলে গোলাপের সুফল পাওয়ার অন্যতম উপায় হল গোলাপের গুণসমৃদ্ধ প্রডাক্ট ব্যবহার করা। বিবি-র পছন্দের লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল মুরুমুরু বাটার অ্যান্ড রোজ শাইন শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার কম্বো/ Love Beauty & Planet Natural Murumuru Butter & Rose Shine Shampoo & Conditioner Combo ট্রাই করে দেখুন। শ্যাম্পু আর কন্ডিশনারের এই অনবদ্য জুটিটিতে রয়েছে আমাজনের মুরুমুরু বাটারের গুণ যা আর্দ্রতাগুণের জন্য বিখ্যাত। সঙ্গে রয়েছে বুলগেরিয়ার গোলাপ যা আপনার চুলে গোলাপের সমস্ত সুফল পৌঁছে দেওয়ার পাশাপাশি দারুণ মিষ্টি সুগন্ধও এনে দেবে। এ ছাড়া এতে রয়েছে 100% অর্গানিক নারকেল তেল যা আর্দ্রতাকে চুলের গভীরে ধরে রাখে।
Written by Manisha Dasgupta on 24th Feb 2022