কোনও এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, যদি অনেকটা পথ পাড়ি দিতে হয়, তাহলে সকাল সকাল রওনা হতে হবে| আচ্ছা ঠিক আছে, কথাটা আমার এইমাত্র বানালাম| কিন্তু আমাদের মেক-আপের জ্ঞান কিন্তু এই কথার সত্যতাই সমর্থন করে| যদি মেক-আপ নিখুঁত করতে চান, তাহলে অনেক আগে থেকে নিজেকে, নিজের ত্বককে প্রস্তুত করুন|
নিচে ৬টি সহজ ধাপে নিখুঁত দীর্ঘমেয়াদি মেকআপের জন্য প্রয়োজনীয় ত্বক-প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হল|
- ধাপ ১ -- ত্বককে করুন নির্মল আর পরিচ্ছন্ন
- ধাপ ২ -- মরা কোষ তুলে ফেলুন
- ধাপ ৩-- ত্বক টোন করুন
- ধাপ ৪-- সিরাম
- ধাপ ৫ -- জেল ক্রিম ময়েশ্চরাইজ়েশন
- ধাপ ৬ -- প্রাইমার
ধাপ ১ -- ত্বককে করুন নির্মল আর পরিচ্ছন্ন

এ কথা সবাই জানেন যে মেকআপ করার আগে খুব ভালোভাবে মুখ পরিষ্কার করা প্রয়োজন| আমাদের পরামর্শ হচ্ছে, আপনি পন্ড’স পিওর হোয়াইট অ্যান্টি-পলিউশন ফেসওয়াশ ব্যবহার করুন, যেটি আপনার মুখের ধুলোময়লার দাগছোপ তুলে ফেলে ত্বককে করবে উজ্জ্বল আর নির্মল| তাই এটি মুখে মেখে ফেনা তৈরি করুন, সারা মুখে ভালো করে ঘষুন আর তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন|
ধাপ ২ -- মরা কোষ তুলে ফেলুন

যদি হালকা মেক-আপ করার ব্যাপার থাকে, এই ধাপটি এড়াতে পারেন| কিন্তু যদি খুব ভালোভাবে খুঁটিয়ে মেক-আপ করতে চান, তাহলে ভালো করে আগে ত্বকের মরা কোষ তুলে ফেলুন| এর জন্য ব্যবহার করুন সেন্ট আইভস ফ্রেশ ফেস অ্যাপ্রিকট স্ক্রাব, যাতে আছে অ্যাপ্রিকটের গুণ আর সেইসঙ্গে আখরোট, যা আপনার ত্বকের পুষ্টি জোগায়, তাকে স্নিগ্ধ ও সুরক্ষিত করে এবং একই সঙ্গে ত্বকের মৃত কোষগুলিকে নির্মূল করে৷
ধাপ ৩-- ত্বক টোন করুন

আমরা বেশিরভাগই এই ধাপটি এড়িয়ে যাওয়ার দোষে দোষী| তবে ত্বকে যদি কোনও অবশিষ্ট অবাঞ্ছিত ময়লা লেগে থাকে, তার জন্য টোনার ব্যবহার করা খুব জরুরি| টোনার একই সঙ্গে আপনার ত্বকের ছিদ্রগুলি বন্ধ করে দিয়ে ধুলোবালির প্রবেশ নিষিদ্ধ করে এবং আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখে| আমরা পরামর্শ দেব, আপনি ল্যাকমে অ্যাবসোলিউট পোর ফিক্স টোনার ব্যবহার করুন, কারণ এতে আছে হেজ়েল আর ল্যাভেন্ডারের নির্যাস| এই টোনারটি অ্যালকোহল-মুক্ত এবং অ্যাসট্রিনজেন্ট হিসেবে কাজ করে|


ধাপ ৪-- সিরাম

সিরাম হল ত্বকের জন্য উপযোগী জাদু-টোটকা| ময়েশ্চরাইজ়ার ব্যবহারের আগে সিরাম ব্যবহার করলে তা ত্বকে বাড়তি ভিটামিন আর খনিজ পদার্থ সরবরাহ করে| আমরা বলব, আপনি ল্যাকমে অ্যাবসোলিউট স্কিন গ্লস রিফ্লেকশন সিরাম ব্যবহার করুন, এর খনিজ পদার্থে সমৃদ্ধ আর গ্লিশিয়াল ওয়াটার আপনার ত্বককে রাখে আর্দ্র আর উজ্জ্বল|
ধাপ ৫ -- জেল ক্রিম ময়েশ্চরাইজ়েশন

খেয়াল রাখবেন, মেকআপের আগে যে ময়েশ্চরাইজ়ার ব্যবহার করছেন, তা যেন আপনার ত্বককে তেলতেলে বা চটচটে করে না দেয় | এটি যেন আপনার মেকআপের পক্ষে উপযোগী সেরা ‘বেস’ হিসেবে কাজ করে| আর সেই কারণেই রূপচর্চার দুনিয়ায় আশীর্বাদ হিসেবে এসেছে জেল-বেসড ময়েশ্চরাইজ়ার ল্যাকমে অ্যাবসোলিউট স্কিন গ্লস জেল ক্রিম| এটির হালকা ফুরফুরে জেল ফর্মুলা আপনার ত্বকের গভীরে আর্দ্রতা বজায় রাখার কাজ করে, অথচ ত্বকে তৈলাক্ত অনুভূতি জাগায় না আর আপনার মেকআপও ত্বকে বসে যায় খুব ভালোভাবে|
ধাপ ৬ -- প্রাইমার

সবশেষে, মেকআপ ব্যবহারের আগে চাই প্রাইমার, কারণ এটি আপনার ত্বকে তেলের ভাব নিয়ন্ত্রণে রাখে আর আপনার মেকআপ হয় যথাযথ আর দীর্ঘস্থায়ী| আমাদের মত হল, আপনি বেছে নিন ল্যাকমে অ্যাবসোলিউট ব্লার পারফেক্ট মেক-আপ প্রাইমার, কারণ এতে আছে সবচেয়ে সমৃদ্ধ ব্লাশ-টোনড ফর্মুলা, যাতে আপনার ত্বকে আসে অনন্যসুন্দর এক ম্যাট ফিনিশ| তাছাড়া এটি জলপ্রতিরোধী বা ওয়াটারপ্রুফ, ফলে আপনার মেক-আপের সরঞ্জামে জায়গা করে নেওয়ার পক্ষে অভ্রান্ত নির্বাচন |
Written by Ishani Roychoudhuri on 4th Sep 2018