পৃথিবীটা যদি আদর্শ জায়গা হত, তাহলে আমরা বিন্দুমাত্র সময় খরচ বা পরিশ্রম না করেই একরাশ চকচকে চুল উড়িয়ে ফুরফুরে হয়ে ঘুরে বেড়াতে পারতাম| কিন্তু বাস্তবে চুলের রক্ষণাবেক্ষণ করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় আর তাতেও চুল সব সময় আমাদের বশে থাকে না| হেয়ার মাস্ক হল এই সমস্যার একটি সহজ অথচ ফলপ্রসূ সমাধান আর তাই তা আমাদের এত পছন্দের| কিন্তু তা সত্ত্বেও সব সময়ে চাহিদামতো ফল পাই না তো!
এর পর যখন চুলে হেয়ার মাস্ক ব্যবহার করবেন, তখন এই নিয়মবিধিগুলি মেনে চলার চেষ্টা করুন।
- যা করবেন: ঠিকঠাক হেয়ার মাস্কটি বেছে নিন
- যা করবেন না: কখনওই মাস্ক প্রতিদিন ব্যবহার করবেন না
- যা করবেন: সময়ের খেয়াল রাখুন
- যা করবেন না: অনেকক্ষণ ধরে চুলে মাস্ক লাগিয়ে রাখবেন না
- যা করবেন: ভালোভাবে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন
যা করবেন: ঠিকঠাক হেয়ার মাস্কটি বেছে নিন

প্রতিটি মানুষের চুলের চাহিদা আর ধরন আলাদা আর তাই তার ট্রিটমেন্টের ধাঁচও আলাদা| হেয়ার মাস্ক নির্বাচনের আগে বুঝে নিন আপনার চুলের জন্য সবচেয়ে উপযুক্ত কোনটি| যদি চুল শুষ্ক ধরনের হয়, তাহলে দরকার পুষ্টিদায়ক বা নারিশিং মাস্ক আর যদি চুল বা মাথার ত্বক তৈলাক্ত হয়, তাহলে কিন্তু আপনার ক্লে মাস্ক ব্যবহার করাই ভালো| তাই মাস্ক বেছে নেওয়ার আগে বুদ্ধি খরচ করুন।
যা করবেন না: কখনওই মাস্ক প্রতিদিন ব্যবহার করবেন না

প্রতিদিন মাস্ক ব্যবহার করলে চুলে ওভারস্যাচুরেশন দেখা দেয় আর যার ফলে চুল ভেঙে যায় খুব তাড়াতাড়ি| তাই চুলে শ্যাম্পু করার পরে সপ্তাহে একবার কী বড়োজোর দু’বার হেয়ার মাস্ক ব্যবহার করুন|
যা করবেন: সময়ের খেয়াল রাখুন

চুলে হেয়ার মাস্ক লাগিয়ে রেখে দিন 15 থেকে 30 মিনিট | ভালো ফল পেতে গেলে হালকা গরম জলে ভালোভাবে তোয়ালে ভিজিয়ে সেই ভিজে তোয়ালে দিয়ে চুল মুড়িয়ে ঢেকে রাখুন| মাস্ক ভালোভাবে চুলে বসে গেলে দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে|
যা করবেন না: অনেকক্ষণ ধরে চুলে মাস্ক লাগিয়ে রাখবেন না

তথ্যের সাহায্যে এ কথা প্রমাণ করা দুষ্কর যে খুব বেশিক্ষণ চুলে মাস্ক লাগিয়ে ফেলে রাখলে বা সারা রাত ধরে চুলে মাস্ক লাগানো থাকলে চুলের ক্ষতি হয়। কিন্তু অতিরিক্ত সময় ধরে চুলে মাস্ক লাগানো থাকলে আপনার মাথা ভার লাগতে পারে আর স্ক্যাল্প তৈলাক্ত হয়ে পড়তে পারে| তা ছাড়া, বেশিক্ষণ মাস্ক লাগিয়ে রাখলেই যে ভালো ফল মিলবে তারও কোনও প্রমাণ নেই! তাই প্যাকেটে দেওয়া নির্দেশ অনুযায়ী সময় মেনে চলুন|
যা করবেন: ভালোভাবে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন

শুধু মাস্ক লাগালেই কিন্তু চলবে না, কয়েক গুছি চুল বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা সব সময়ে থেকেই যায়| তাই লাগানোর পর ভালোভাবে সমস্ত চুল চিরুনি দিয়ে আঁচড়ে নিন, তাতে মাস্ক পুরো চুলে ছড়িয়ে পড়বে| কিন্তু মনে রাখবেন, সরু দাঁতের নয়, মোটা দাঁতের চিরুনি ব্যবহার করা উচিত, কারণ সরু দাঁতের চিরুনি মাস্ক টেনে বার করে নিতে পারে| সরু দাঁতের চিরুনি ব্যবহার করলে ভিজে ও ভঙ্গুর চুল ভেঙেও যেতে পারে|
Written by Ishani Roychoudhuri on 15th Mar 2019