চুল যখন রেশম কোমল, ঘন আর বাউন্সি থাকে, আত্মবিশ্বাসটাই বেড়ে যায় কয়েকগুণ, মনে হয় পৃথিবীটাকেই জয় করতে পারি! কিন্তু চুল পাতলা আর ন্যাতানো হলে আত্মবিশ্বাসটাও নেতিয়ে যায়! কিন্তু আর নয়! পাতলা চুল ঘন দেখানোর জন্য পাঁচটা দুর্দান্ত টিপস নিয়ে এসেছি আমরা! পড়ে নিন আর মেনে চলুন!
- 01. বদলে ফেলুন আপনার শ্যাম্পু আর কন্ডিশনার
- 02. চুল ব্লো ড্রাই করে নিন
- 03. বদলে দিন সিঁথি
- 04. চুল ব্যাককোম্ব করে রাখুন
- 05. চুল হাইলাইট করুন
01. বদলে ফেলুন আপনার শ্যাম্পু আর কন্ডিশনার

হ্যাঁ, আপনার চুল নির্জীব আর ন্যাতানো দেখানোর পেছনে আপনার শ্যাম্পু আর কন্ডিশনারের হাত থাকতে পারে। সেরকম হলে প্রডাক্ট বদলে ফেলতে হবে। পাতলা চুলে ট্রেসমে থিক অ্যান্ড ফুল শ্যাম্পু/ TRESemmé Thick & Full Shampoo ব্যবহার করে দেখুন। বায়োটিন আর হুইট প্রোটিনে সমৃদ্ধ এই শ্যাম্পু আপনার চুলে ভল্যুম জোগায়, চুল মজবুত করে, ভাঙাঝরা কমায়, আর চুল দেখায় ঘন - এটাই তো আপনার পাতলা, ন্যাতানো চুলের দরকার ছিল, তাই না!
এই শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পরে ট্রেসমে থিক অ্যান্ড ফুল কন্ডিশনার/ TRESemmé Thick & Full Conditioner. লাগান। বায়োটিন আর হুইট প্রোটিন যুক্ত এই কন্ডিশনার চুল মজবুত, ঘন আর নরম করে তোলে, চুল সামাল দেওয়াও সহজ হয়। প্রতিবার শ্যাম্পু করার পর এই কন্ডিশনার ব্যবহার করুন।
02. চুল ব্লো ড্রাই করে নিন

চুল ঘন করতে চাইলে কার্লিং আয়রন আর স্ট্রেটনার ব্যবহার করবেন না, বরং চুল শুধু ব্লো ড্রাই করে রাখুন। হট স্টাইলিং টুল ব্যবহার করলে চুল নেতিয়ে পড়ে, যা পাতলা চুলের পক্ষে একেবারেই উপযোগী নয়। চুল স্টাইল করতে চাইলে ব্যবহার করুন ব্লো ড্রায়ার। কোমর থেকে সামনে ঝুঁকে চুলটা সামনে উলটে দিন, তারপর ব্লো ড্রাই করুন। এতে চুলের গোড়াগুলো উজ্জীবিত হয়ে ওঠে, চুলের ভল্যুম বাড়ে।
03. বদলে দিন সিঁথি

দীর্ঘদিন একই জায়গায় সিঁথি করলে জায়গাটা ক্রমশ চওড়া হতে থাকে। তাতে পাতলা চুল আরও ফ্ল্যাট আর অল্প দেখায়। তাই কয়েক মাস অন্তর সিঁথির অবস্থান পালটে দিন। পুরো চুলটা একদিকে নিয়ে ধারে সিঁথি কাটুন - তাতে চুল ঘন আর ভল্যুমযুক্ত দেখাবে।
04. চুল ব্যাককোম্ব করে রাখুন

চুল ঘন দেখানোর দারুণ উপায় হল ব্যাককোম্ব করে রাখা। এই পদ্ধতিতে সরু চিরুনি দিয়ে চুলটা প্রান্তের দিক থেকে গোড়ার দিকে আস্তে আস্তে আঁচড়ে নিন। এতে চুলে একটা নকল ভল্যুম আসবে। মনে রাখবেন, ব্যাককোম্বিং সুন্দরভাবে করতে হলে চুল কন্ডিশনিং করা দরকার, তাই চুলের শেষভাগে খুব ভালো করে কন্ডিশনার লাগিয়ে নিতে ভুলবেন না!
05. চুল হাইলাইট করুন

খুব সহজে চুল ঘন দেখানোর উপায় হল চুলে রঙের ছোঁয়া যোগ করা। লাল নীলের মতো নাটকীয় চড়া রং না করে চুল হাইলাইট করুন টফি, ব্রাউন বা ক্যারামেলের মতো নরম রং দিয়ে। হাইলাইট করা চুল আপনার স্বাভাবিক চুলের সঙ্গে মিশে লেয়ার তৈরি করে, ফলে চুল ঘন দেখায়।
Written by Manisha Dasgupta on Nov 15, 2021
Author at BeBeautiful.