বর্ষাকালের আর্দ্রতা ভরা বাতাসে সব ধরনের চুলই কমবেশি রুক্ষ হয়ে যায়, কিন্তু যাঁদের কোঁকড়া চুল, তাঁদের ভয়টাই সবচেয়ে বেশি! এমনিতেই কোঁকড়া চুল স্টাইল করা কঠিন, তার ওপর বর্ষায় চুল একদিকে যেমন প্রচণ্ড শুকনো হয়ে যায়, তেমনি অতিরিক্ত ভল্যুমের কারণে চুল সামাল দেওয়াই যায় না। আপনার মনে হতেই পারে, এরকম পরিস্থিতিতে মাত্র দুটো সমাধান আপনার কাছে আছে - এক, ঘরের মধ্যে লুকিয়ে থেকে বাকি বর্ষার দিনগুলো কাটিয়ে দেওয়া, আর দুই, কোনও ভালো পার্লারে প্রতি সপ্তাহে গিয়ে একটা জবরদস্ত ট্রিটমেন্ট করানো! আমাদের হাতে কিন্তু একটা তৃতীয় বিকল্পও আছে! বর্ষার দিনে নিজের স্বাভাবিক কোঁকড়া চুলের সৌন্দর্য যাতে ধরে রাখতে পারেন, তার জন্য বেশ কিছু কার্যকর টিপস নিয়ে হাজির হয়েছি আমরা। পড়তে থাকুন!
- 01. প্রতি সপ্তাহে বারকয়েক চুলে শ্যাম্পু করুন
- 02. চুলে সিরাম লাগান
- 03. ব্লিচ একদম নয়
- 04. এড়িয়ে চলুন স্ট্রেটনিং ট্রিটমেন্ট
- 05. মাস্ক লাগান
01. প্রতি সপ্তাহে বারকয়েক চুলে শ্যাম্পু করুন

চুল বৃষ্টিতে ভিজে গেছে বলেই আর চুল ধোওয়ার দরকার নেই, তা কিন্তু নয়! বাইরে বেরোন বা না বেরোন, সপ্তাহে দু' তিনবার করে শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করার সময় ব্যবহার করুন লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট ন্যাচারাল আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যান্টি-ফ্রিজ শ্যাম্পু/ Love Beauty & Planet Natural Argan Oil & Lavender Anti-Frizz Shampoo। এতে রয়েছে খাঁটি মরোক্কান আর্গান অয়েলের গুণ আর সেই সঙ্গে 100% অর্গানিক নারকেল তেল যা সারা বছর আপনার কার্লি চুল রাখবে রুক্ষতা-মুক্ত, বাউন্সি আর স্বাস্থ্যের জেল্লায় ভরপুর! অ্যান্টি-ফ্রিজ এই শ্যাম্পুটিতে ল্যাভেন্ডার রয়েছে যা চুলের স্বাস্থ্য উন্নত তো করেই, আর সেই সঙ্গে চুল রাখে সুগন্ধে ভরপুর!
02. চুলে সিরাম লাগান

বর্ষায় চুলে ভালোমতো তেল লাগালে উলটো ফল হওয়ার ভয় থাকে, কারণ এমনিতেই বর্ষাকালে চুলের তেলাভাব বেড়ে যায়। তাই তেলের পরিবর্তে ব্যবহার করুন সিরাম। ট্রেসমে কেরাটিন স্মুদ হেয়ার সিরাম/ TRESemmé Keratin Smooth Hair Serum-এ রয়েছে ক্যামেলিয়া অয়েলের গুণ যা আপনার কার্লের পুরো যত্ন নেয়, অথচ চুল ভারী হয়ে নেতিয়ে যায় না। চুলের গোড়ায় সিরাম লাগাবেন না - মাঝামাঝি অংশ থেকে চুলের শেষভাগ পর্যন্ত লাগান - রুক্ষতার নামগন্ধ থাকবে না কোঁকড়া চুলে।
03. ব্লিচ একদম নয়

বর্ষাকালে কোঁকড়া চুলে ব্লিচ একদমই করা উচিত নয়। চুলের আমূল মেকওভার করানোর প্ল্যান আছে, আর তাতে ব্লিচ করতেই হবে? সে ক্ষেত্রে অন্তত বর্ষাকালটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ব্লিচ করলে চুল চোখের নিমেষে বিশ্রীভাবে শুকনো হয়ে যায়, আর কার্লি হেয়ারের ক্ষেত্রে ব্লিচ মানেই রুক্ষ, শুকনো, ক্ষতিগ্রস্ত চুল যা সারতে বহু সময় লেগে যেতে পারে। তাই ব্লিচ করবেন না।
04. এড়িয়ে চলুন স্ট্রেটনিং ট্রিটমেন্ট

নিজের স্বাভাবিক কোঁকড়া চুল ভালোবাসুন। স্ট্রেটনিং ট্রিটমেন্ট করালে চুলের কোনও উপকার হবে না, বরং চুল বাতাসের সব আর্দ্রতা শুষে নেবে আর কার্লিভাব অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে ফিরে আসবে। মাঝখান থেকে আপনার চুল আরও বেশি রুক্ষ হয়ে যাবে। তাই আমাদের পরামর্শ শুনুন - স্মুদিং ট্রিটমেন্টের পথে হাঁটবেন না, বরং চুলের স্বাস্থ্যের ব্যাপারে জোর দিন।
05. মাস্ক লাগান

কোঁকড়া চুলের অবস্থা বর্ষায় প্রচণ্ড রুক্ষ হয়ে গেলে যত্নের উপায় হল চুলে পুষ্টি জোগানোর ব্যবস্থা করা। ডাভ ইনটেন্স ড্যামেজ রিপেয়ার হেয়ার মাস্ক/ Dove Intense Damage Repair Hair Mask -এ রয়েছে এক-চতুর্থাংশ ময়শ্চারাইজিং ক্রিম যা আপনার শুষ্ক, ক্ষতিগ্রস্ত চুলে আর্দ্রতা ফিরিয়ে আনবে আর সেই সঙ্গে আপনার রিংলেটগুলোতেও নতুন প্রাণ ফিরিয়ে দেবে। সেরা ফল পেতে সপ্তাহে একবার মাস্ক লাগান, চুল ধোওয়া হয়ে গেলে কার্লগুলো স্ক্রাঞ্চ করে রাখতে ভুলবেন না!
Written by Manisha Dasgupta on Sep 07, 2021
Author at BeBeautiful.