কোঁকড়া চুলের মেয়েদের জন্য চুল ধোওয়ার সহজ রুটিন

Written by Manisha Dasgupta15th Jun 2021
কোঁকড়া চুলের মেয়েদের জন্য চুল ধোওয়ার সহজ রুটিন

কোঁকড়া চুলের মালকিন যাঁরা, তাঁরা বিলক্ষণ জানেন এমন চুল সামলানোর ঝক্কি কতটা! প্রতিদিন চুলে শ্যাম্পু করার কথা তাঁরা ভাবতেও পারেন না, কারণ তাতে একে তো চুল আরও শুকনো আর রুক্ষ হয়ে যাবে, তার ওপর রোজ শ্যাম্পু করাটাও বেশ ক্লান্তিকর। কোঁকড়া চুলের স্বাস্থ্য ধরে রেখে তা ঝলমলে সুন্দর রাখতে আপনাকে নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে, আর তার সঙ্গে সঠিক পরিমাণে হেয়ার কেয়ার প্রডাক্ট ব্যবহার করতে হবে। আর তার সঙ্গে কিছু হেয়ার কেয়ার টুলসের ব্যবহার তো আছেই! কিন্তু যদি বলি কোঁকড়া চুলে শ্যাম্পু করার একটি সহজতর পদ্ধতি আছে?

এই পদ্ধতিতে শ্যাম্পু করতে বিশেষ সময় লাগে না, পরিশ্রমও হয় না, অথচ আপনার কার্লি হেয়ার থাকে স্বপ্নের মতো সুন্দর। বিশেষ কিছু পুষ্টিকর প্রডাক্ট দৈনন্দিন রুটিনে যোগ করলেই আপনি পেয়ে যাবেন কোঁকড়া চুল ধোওয়ার আদর্শ পদ্ধতির হদিশ!

 

শ্যাম্পুর আগে চুল হাইড্রেট করুন

হেয়ার সিরাম

কার্লি হেয়ার যাতে শ্যাম্পু করার পর আরও শুকনো না হয়ে যায়, তার জন্য শ্যাম্পু করার আগে তেল বা মাস্ক লাগিয়ে চুল আর্দ্র করে নিন। ট্রেসমে কেরাটিন স্মুদ ডিপ স্মুদিং মাস্ক/ TRESemmé Keratin Smooth Deep Smoothing Mask এ ব্যাপারে আদর্শ, সপ্তাহে দু'বার এটি ব্যবহার করুন। এতে রয়েছে কেরাটিন আর মারুলা অয়েল যা কোঁকড়া চুলে গভীর পুষ্টি জোগায় এবং চুলে এনে দেয় দীর্ঘস্থায়ী চকচকেভাব। এটি ব্যবহার করলে শ্যাম্পুর পরে চুল বশে থাকে, চুলে জটও পড়ে না।

 

স্ক্যাল্পে মনোযোগ দিন

হেয়ার সিরাম

অনেক কোঁকড়া চুলের মেয়ে চুল ধোওয়ার সময় কো-ওয়াশিং পদ্ধতি অনুসরণ করেন। এই পদ্ধতিতে শ্যাম্পু ব্যবহার করা হয় না, শুধু কন্ডিশনার লাগানো হয়। কিন্তু এই পদ্ধতি মাঝেমধ্যে কার্যকরী হলেও এটি কোনও স্থায়ী সমাধান নয়, কারণ প্রতিবার এই পদ্ধতিতে চুল ধুলে মাথায় গন্ধ হতে পারে, মাথা চুলকোতেও পারে বিশ্রীভাবে। ফলে স্ক্যাল্প ধোওয়ার জন্য বেছে নিন কড়া উপাদানবর্জিত কোমল শ্যাম্পু যা মাথা পরিষ্কার করবে কিন্তু চুল রুক্ষ হবে না। লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা স্মুদ অ্যান্ড সিরিন শ্যাম্পু/ Love Beauty & Planet Argan Oil and Lavender Aroma Smooth and Serene Shampoo ব্যবহার করুন। এতে প্যারাবেন, সিলিকোন বা কোনও রং নেই, বরং আর্গান অয়েলের বিশুদ্ধতা আর ল্যাভেন্ডারের গুণ আপনার চুল রাখে মসৃণ আর আর্দ্র।

 

কন্ডিশনার লাগান

হেয়ার সিরাম

কোঁকড়া চুলের সবচেয়ে ভালো বন্ধু হল কন্ডিশনার। কাজেই শ্যাম্পু করার সময় হাতের কাছে রাখুন কন্ডিশনার। কার্লি হেয়ারে একটু বেশিই কন্ডিশনার মাখার প্রয়োজন হয়, তাই মাসের মাঝামাঝি গিয়ে হয়তো আপনার বোতলে শ্যাম্পু থেকে গেলেও কন্ডিশনার ফুরিয়ে যাওয়ার ভয় রয়েছে। তাই পর্যাপ্ত কন্ডিশনার মজুত রাখবেন। হাতে ভালোমতো পরিমাণে কন্ডিশনার নিয়ে চুলের দৈর্ঘ্য বরাবর মেখে নিন। কন্ডিশনার মাখার সময় চুলের জটও ছাড়িয়ে নিতে পারেন, তাতে পরে সামাল দেওয়া সহজ হবে। যে ব্র্যান্ড বা রেঞ্জের শ্যাম্পু ব্যবহার করছেন, কন্ডিশনারও সেই ব্র্যান্ড বা রেঞ্জেরই নেবেন। চুলে পর্যাপ্ত আর গভীর থেকে পুষ্টি জোগাতে আমাদের পছন্দ লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা স্মুদ অ্যান্ড সিরিন কন্ডিশনার/ Love Beauty & Planet Argan Oil and Lavender Aroma Smooth and Serene Conditioner

 

হেয়ার সিরাম

হেয়ার সিরাম

চুল ধোওয়া হয়ে গেলে চুলের বাড়তি জল শুষে নিতে সুতির টি-শার্ট বা মাইক্রোফাইবারের তোয়ালে দিয়ে চুল চেপে মুছে নিন। তারপর চুল ধোওয়ার রুটিনের শেষ ধাপ হিসেবে মেখে নিন সিরাম। এটি চুলের ওপরে একটি সুরক্ষার পরত তৈরি করে এবং সূর্যের চড়া তাপ থেকে চুলকে বাঁচায়। ট্রেসমে কেরাটিন স্মুদ হেয়ার সিরাম/ Tresemme Keratin Smooth Hair Serum এ রয়েছে কেরাটিন ও ক্যামেলিয়া অয়েল যা প্রতিটি চুলে পুষ্টি জোগায় এবং এই সিরাম মাখার পরেই কোঁকড়া চুল হয়ে ওঠে ঝলমলে জেল্লাদার!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1435 views

Shop This Story

Looking for something else