বর্ষাকালে যে শুধু রুক্ষ চুলের সমস্যাই সামাল দিতে হয়, তা কিন্তু নয়! বাতাসের দূষণ আর বৃষ্টির জল, দুইই আপনার স্ক্যাল্পের পক্ষে বেশ খারাপ। বৃষ্টিতে চুল ভিজে গেলে ছত্রাক বা ফাঙ্গাস সংক্রমণের আশঙ্কা যেমন বেড়ে যায়, তেমনি খুসকিও বাড়ে। এই সব সংক্রমণ প্রতিরোধ করে স্ক্যাল্প পরিষ্কার রাখার জন্য সঠিক হেয়ার কেয়ার প্রডাক্ট ব্যবহার করা খুব দরকার। আর তার জন্য আপনার চাই অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এ সব উপাদান আপনার স্ক্যাল্প পরিষ্কার আর সংক্রমণমুক্ত রাখবে গোটা বর্ষাকাল জুড়ে। দেখে নিন এ ব্যাপারে আমাদের সবচেয়ে পছন্দের প্রডাক্ট কী কী!
- লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট টি ট্রি অ্যান্ড ভেটিভার অ্যারোমা র্যাডিকাল রিফ্রেশার শ্যাম্পু
- ট্রেসমে বটানিক ডিটক্স অ্যান্ড রেস্টোর শ্যাম্পু
- সানসিল্ক কোকোনাট ওয়াটার অ্যান্ড অ্যালো ভেরা ভল্যুম হেয়ার শ্যাম্পু
লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট টি ট্রি অ্যান্ড ভেটিভার অ্যারোমা র্যাডিকাল রিফ্রেশার শ্যাম্পু

বর্ষাকালে চুলের যত্নের রুটিনে অবশ্যই যোগ করুন টি ট্রি অয়েল। এই তেলে শক্তিশালী অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে যা প্রাকৃতিকভাবে খুসকিসহ স্ক্যাল্পের অন্যান্য সংক্রমণ কমায়। লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট টি ট্রি অ্যান্ড ভেটিভার অ্যারোমা র্যাডিকাল রিফ্রেশার শ্যাম্পু/ Love Beauty & Planet Tea Tree and Vetiver Aroma Radical Refresher Shampoo তে চুল শুষ্ক আর রুক্ষ করে দেওয়ার মতো কোনও কড়া কেমিক্যাল নেই। টি ট্রি অয়েলের গুণে সমৃদ্ধ এই শ্যাম্পুটি পুরো বর্ষাকাল জুড়ে আপনার স্ক্যাল্প রাখবে তরতাজা।
ট্রেসমে বটানিক ডিটক্স অ্যান্ড রেস্টোর শ্যাম্পু

অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণযুক্ত আর একটি উপাদান হল নিম। ট্রেসমে বটানিক ডিটক্স অ্যান্ড রেস্টোর শ্যাম্পু/ TRESemmé Botanique Detox & Restore Shampoo -তে রয়েছে নিম আর জিনসেংয়ের অসাধারণ গুণ। নিয়মিত এই শ্যাম্পুটি ব্যবহার করলে আপনার স্ক্যাল্প পরিষ্কার থাকবে, ময়লা, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রডাক্টের অবশেষ এবং আরও নানা দূষিত উপাদান যা থেকে সংক্রমণ হতে পারে, সে সব কিছু ধুয়ে সাফ হয়ে যাবে।
সানসিল্ক কোকোনাট ওয়াটার অ্যান্ড অ্যালো ভেরা ভল্যুম হেয়ার শ্যাম্পু

চুলের জন্য সবচেয়ে উপকারী উপাদানগুলোর অন্যতম হল নারকেল। চুলে আর স্ক্যাল্পে নারকেল তেল লাগালে চুলের শুষ্কতা কমে। তেমনি ডাবের জল দেওয়া শ্যাম্পু চুলে পুষ্টি জোগায়। সানসিল্ক কোকোনাট ওয়াটার অ্যান্ড অ্যালো ভেরা ভল্যুম হেয়ার শ্যাম্পু/ Sunsilk Coconut Water & Aloe Vera Volume Hair Shampoo -তে ডাবের জল ছাড়াও রয়েছে অ্যালো ভেরা, যা ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস সংক্রমণের প্রাকৃতিক নিদান। এই শ্যাম্পুটি ব্যবহার করলে মাথার চুলকানি কমবে, প্রদাহ, অস্বস্তি কমবে, সংক্রমণ প্রতিরোধ করাও সম্ভব হবে। এই বৃষ্টির মরশুমে যদি আপনার চাহিদা হয় রেশমের মতো চুল আর সুস্থ স্ক্যাল্প, তা হলে ব্যবহার করুন এই শ্যাম্পুটি।
Written by Manisha Dasgupta on Jul 21, 2021
Author at BeBeautiful.