আপনার চুল কি কিছুকাল যাবত রুক্ষ হয়ে যাচ্ছে, বালিশে, চিরুনিতে লেগে থাকছে চুল? উত্তর যদি হ্যাঁ হয়, তার অর্থ মরশুমের প্রভাব পড়ছে আপনার চুলের ওপর। ঋতুবদলের সঙ্গে সঙ্গে ত্বক যেমন শুকনো খসখসে লাগে, তেমনি আপনার চুলেরও বেশ কিছু পরিবর্তন হয়। কীভাবে মোকাবিলা করবেন এ সব সমস্যার? চুলের সামান্য কিছু যত্ন নিতে পারলেই কিন্তু সমস্যার সমাধান সম্ভব! আপনাকে সাহায্য করতে আমরা হাজির করছি পাঁচটি প্রয়োজনীয় ও কার্যকর হেয়ার কেয়ার টিপস। মেনে চললে চুল থাকবে সুস্থ আর ঝলমলে!

 

01. বেছে নিন অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু

01. বেছে নিন অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু

মরশুম বদলের সঙ্গে সঙ্গে রোজকার ব্যবহার্য শ্যাম্পুর বদলে নিয়ে আসুন অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু। ঠান্ডা আবহাওয়া চুল থেকে আর্দ্রতা ছিনিয়ে নেয়, চুল হয়ে ওঠে শুকনো, আর স্ক্যাল্পে চুলকানির পাশাপাশি খুসকির প্রবণতা দেখা দেয়। কিন্তু বেশিরভাগ অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পুই আপনার চুল আরও শুকনো করে তোলে। তাই আমাদের পরামর্শ মেনে ব্যবহার করুন ডাভ ড্যানড্রাফ কেয়ার শ্যাম্পু/ Dove Dandruff Care Shampoo. । এই শ্যাম্পুতে রয়েছে জেডপিটিও, যা বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত একটি অ্যান্টি-ড্যানড্রাফ এজেন্ট। খুসকির কারণ যে ছত্রাক, সেই ম্যালাসেজিয়ার বিরুদ্ধে এই এজেন্টটি খুবই কার্যকরী। তা ছাড়া এই শ্যাম্পুতে রয়েছে মাইক্রো ময়শ্চার সিরাম যা চুল মসৃণ আর নরম রাখে। চুলের এমন বন্ধু আর কে আছে?

 

02. চাই ড্যামেজ রিপেয়ারিং হেয়ার মাস্ক

02. চাই ড্যামেজ রিপেয়ারিং হেয়ার মাস্ক

শীতের শুষ্কতা চুলের মারাত্মক ক্ষতি করে, চুল হয়ে ওঠে ভঙ্গুর। চিন্তা নেই, ডাভ ইনটেন্স ড্যামেজ রিপেয়ার হেয়ার মাস্ক/ Dove Intense Damage Repair Hair Mask. দিয়ে সহজেই চুলে প্রাণ ফেরাতে পারবেন। কেরাটিন রিপেয়ার অ্যাকটিভে সমৃদ্ধ এই হেয়ার মাস্ক চুলে আর্দ্রতা ফেরায় এবং ক্ষতির সমস্ত চিহ্ন মেরামত করে সারিয়ে তোলে। চুলের মাঝামাঝি অংশ থেকে ডগা পর্যন্ত লাগিয়ে 3-5 মিনিট রাখুন। সপ্তাহে একদিন নিয়মিত ব্যবহার্য কন্ডিশনারের বদলে এটি লাগান আর দেখুন কীভাবে ম্যাজিক হয় চুলে!

 

03. চুল ধুতে ব্যবহার করুন হালকা গরম জল

03. চুল ধুতে ব্যবহার করুন হালকা গরম জল

গরম জল দিয়ে চুল ধুলে স্ক্যাল্পের প্রাকৃতিক তেলের আস্তরণ নষ্ট হয়ে স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়, চুলও হয়ে ওঠে শুকনো, নিষ্প্রাণ আর ভঙ্গুর। তাই আমরা ঠান্ডা বা হালকা গরম জল দিয়ে চুল ধুতে বলি। এতে কিউটিকলের মুখ বন্ধ হয়ে যায়, আর্দ্রতা চুলের ভেতরেই ধরা থাকে, ফলে চুল দেখায় মসৃণ আর চকচকে।

 

04. হিট স্টাইলিং টুলের ব্যবহার কমিয়ে দিন

04. হিট স্টাইলিং টুলের ব্যবহার কমিয়ে দিন

শীতের দিনে চুল খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয়, তাই এ সময়ে হিট স্টাইলিং টুলের ব্যবহার যত কম করা যায় ততই ভালো। যদি কখনও স্ট্রেটনার বা ড্রায়ার ব্যবহার করতেই হয়, তা হলে আগে ট্রেসমে কেরাটিন স্মুদ হিট প্রোটেকশন স্প্রে/TRESemmé Keratin Smooth Heat Protection Spray লাগিয়ে নেবেন। এটি চুলকে 450 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উত্তাপ থেকে সুরক্ষিত রাখে, চুল থাকে নরম আর চকচকে।

 

05. নিয়মিত চুল ছেঁটে ফেলুন

05. নিয়মিত চুল ছেঁটে ফেলুন

আবহাওয়ার পরিবর্তনের ফলে চুল শুষ্ক আর রুক্ষ হয়ে যেতে পারে, ফলে চুলের ডগা ফেটে যায়। পার্লারে গিয়ে নিয়মিত চুল ছেঁটে ফেললে এ সমস্যার হাত থেকে নিষ্কৃতি পাবেন। এতে চুলের অস্বাস্থ্যকর ডগা ফাটা অংশ বাদ চলে যাবে, চুল দেখাবেও সুন্দর।