বর্ষাকালে রুক্ষ চুলের সঠিক যত্ন নেওয়ার কার্যকরী টিপস

Written by Manisha DasguptaNov 30, 2023
বর্ষাকালে রুক্ষ চুলের সঠিক যত্ন নেওয়ার কার্যকরী টিপস

বর্ষাকাল মানেই আরাম করে সোফায় বসে হট চকোলেটের কাপে চুমুক দেওয়া আর পছন্দের স্ন্যাকসের যথেচ্ছ সদ্ব্যবহার! মুশকিল হল, বর্ষাকাল আপনার নিজের যতই পছন্দের হোক না কেন, আপনার ত্বক আর চুল কিন্তু এ মরশুমটা তেমন পছন্দ করে না! বৃষ্টির জল চুল রুক্ষ করে দেয়, যা থেকে সহজেই চুলের ক্ষতি হতে পারে। তবে কিছু সহজ টিপস মাথায় রাখলে বর্ষায় চুলের বিপত্তি থেকে ঝটপট নিষ্কৃতি পেতে পারেন আপনি। এ সব টিপস মেনে চলুন, বর্ষা হয়ে উঠবে দারুণ আমেজে ভরা! পড়তে থাকুন...

 

সপ্তাহে তিনবার শ্যাম্পু করুন

চাই মোটা দাঁড়ার চিরুনি

বর্ষার মরশুমে মাথা থেকে বেশি তেল বেরোতে থাকে, ফলে চুল তেলতেলে আর গোড়া থেকে ন্যাতানো দেখায়। নিয়মিত সময়ের ব্যবধানে চুল ধুয়ে ফেলা/ washing your hair হল এই সমস্যার মোকাবিলা করার একমাত্র উপায়। আমরা প্রতিদিন বা একদিন অন্তর চুল ধুতে বলছি না, তবে সপ্তাহে অন্তত তিনবার চুলে শ্যাম্পু করার অভ্যেস করে নিন। এমন শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করুন যা আপনার চুলের ধরনের/ hair type সঙ্গে মানানসই।

 

অ্যান্টি-ব্যাকটেরিয়াল শ্যাম্পু ব্যবহার করুন

চাই মোটা দাঁড়ার চিরুনি

বৃষ্টির মরশুমে ব্যাকটেরিয়া আর ছত্রাকের সংক্রমণ সহজেই হতে পারে। তাই চুলের জন্য বেছে নিন অ্যান্টি-ব্যাকটেরিয়াল শ্যাম্পু। টি ট্রি অয়েল বা মেন্থল যুক্ত অ্যান্টি-ব্যাকটেরিয়াল শ্যাম্পু স্ক্যাল্পকে গভীর থেকে পরিষ্কার করে তেলময়লা মুক্ত রাখে, একই সঙ্গে সংক্রমণও রুখে দেয়।

 

চুলের ভল্যুম বাড়ায় এমন উপাদান দরকার

চাই মোটা দাঁড়ার চিরুনি

বর্ষাকাল মানেই নেতিয়ে পড়া শুষ্ক চুল। আর চুলের ভল্যুম আর শাইন বাড়াতে পারে এমন উপাদান খুঁজে বের করাও বেশ কঠিন! তবে আমরা খুঁজে পেয়েছি এমন একটি উপাদান, যা সত্যি সত্যিই কাজ করে -- ডাবের জল! শ্যাম্পু, কন্ডিশনার বা হেয়ার মাস্ক কেনার সময় দেখে নিন উপাদানে ডাবের জল রয়েছে কিনা। আপনার চুল পাবে ইনস্ট্যান্ট আর্দ্রতা! ডাবের জল আপনাকে দেবে বাউন্সি ঝলমলে চুল! বর্ষার রুক্ষতা আর আর্দ্রতাকে হারিয়ে দিতে এটাই তো চাই!

 

বাদ নয় কন্ডিশনার

চাই মোটা দাঁড়ার চিরুনি

বর্ষাকালে চুলের রুক্ষতা খুব সাধারণ সমস্যা, ফলে প্রতিবার শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার লাগিয়ে আর্দ্রতা ধরে রাখা খুব দরকার। তা হলে চুল রুক্ষ হতে পারবে না, চুল থাকবে নরম আর মসৃণ!

 

চুল জোরে ঘষে মুছবেন না

চাই মোটা দাঁড়ার চিরুনি

বর্ষাকাল হোক বা অন্য কোনও মরশুম, কখনওই চুল তোয়ালে দিয়ে জোরে ঘষে ঘষে মুছবেন না। তাতে চুলের রুক্ষতা বেড়ে যায়, চুল ভেঙেঝরে/ hair breakage যায়। চুল ভেজা থাকলে সুতির তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে নিন। এড়িয়ে চলুন অহেতুক ঘর্ষণ, ভঙ্গুর চুল আর অপ্রয়োজনীয় রুক্ষতা।

 

চাই মোটা দাঁড়ার চিরুনি

চাই মোটা দাঁড়ার চিরুনি

আপনার চুল কেমন দেখাবে বা কেমন আচরণ করবে, তার জন্য আপনার হেয়ার ব্রাশ/ hair brush আর চিরুনির গুণগত মানও সমানভাবে দায়ী। চুলের জট ছাড়াতে মোটা দাঁড়ার কাঠের চিরুনি ব্যবহার করুন। কাঠের চিরুনি দিয়ে আঁচড়ালে চুল ভাঙে ঝরে কম, রুক্ষতাও কমে। আর হ্যাঁ, চুল ভেজা অবস্থায় কখনওই আঁচড়াবেন না!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
791 views

Shop This Story

Looking for something else