আচ্ছা, মুখে ব্রণ বেরিয়েছে দেখলে আপনার প্রথম প্রতিক্রিয়া কী হয় বলুন তো? সারাক্ষণ ব্রণটার ওপরে আঙুল চলে যায়, নখ দিয়ে খুঁটে দিতে ইচ্ছে করে? আসলে এই স্বভাবটা আমাদের অনেকেরই আছে। যত মন দিয়ে ত্বক পরিচর্যার রুটিন মেনে চলি না কেন, ব্রণ দেখলেই আঙুলটা আর বশে থাকতে চায় না কিছুতেই! ঠিক কিনা বলুন?

তবে বুঝতেই পারছেন, নিজের ত্বকের ভালো চাইলে এই বাজে অভ্যেস থেকে বেরোতেই হবে, নইলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে! ফলে পরেরবার যখন মুখে ব্রণ বেরোতে দেখবেন, মাথায় রাখবেন পাঁচটা কাজ কোনও মতেই করা যাবে না। কোনও মতেই না! জেনে নিন কী কী করবেন না।

 

01. নানারকমের ওষুধ লাগাবেন না

01. নানারকমের ওষুধ লাগাবেন না

জানি, যত তাড়াতাড়ি সম্ভব ব্রণর হাত থেকে মুক্তি পেতে চান আপনি। কিন্তু তার জন্য নানান ধরনের ওষুধ লাগাতে শুরু করলে বা অনেক রকম ঘরোয়া টোটকা মাখতে শুরু করলেই আপনার ব্রণ রাতারাতি উধাও হবে না। যে ট্রিটমেন্ট করে আগে ফল পেয়েছেন,সেটাই চালিয়ে যান। অনেক কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে।

 

02. ব্রণ ধরবেন না, নোংরা হাতে তো নয়ই

02. ব্রণ ধরবেন না, নোংরা হাতে তো নয়ই

হাত না ধুয়ে বা নোংরা হাতে ব্রণ ধরলে সংক্রমণ বেড়ে যেতে পারে, তাতে সমস্যা আরও জটিল হবে। এতে আরও বেশি সংখ্যায় ব্রণ বেরোনোর ভয় থেকে যায়, ত্বকে সংক্রমণও হতে পারে। তাই ব্রণ না ধরাই ভালো। একান্তই ধরতে হলে আগে হাত খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।

 

03. নোংরা মেকআপ ব্রাশ ব্যবহার করবেন না

03. নোংরা মেকআপ ব্রাশ ব্যবহার করবেন না

শেষবার কবে আপনার মেকআপ ব্রাশ আর স্পঞ্জ ধুয়েছিলেন, মনে পড়ে? যদি মনে করতে না পারেন, তা হলে এক্ষুনি সমস্ত ব্রাশ ধুয়ে ফেলুন, নোংরা স্পঞ্জগুলো ফেলে দিন। নোংরা মেকআপ ব্রাশ বা স্পঞ্জ হল ব্যাকটেরিয়ার আঁতুড়ঘর। সেই ব্রাশ যদি মুখে লাগান, তা হলে ব্রণর সমস্যা আরও বেড়ে যাবে, ত্বকে বিশ্রী সংক্রমণও দেখা দিতে পারে।

 

04. ব্রণ খুঁটবেন না

04. ব্রণ খুঁটবেন না

এ কথা আগে হাজারবার শুনেছেন, কিন্তু মেনে চলেছেন কি? ব্রণ খোঁটার চেয়ে খারাপ কাজ আর দুটো নেই। তাতে একদিকে মুখে বিশ্রী দাগ হয়ে থাকবে, সেই দাগ হালকা করতে বহু সময় আর কাঠখড় পোড়াতে হবে। আবার অন্যদিকে ব্রণয় নতুন করে ক্ষত তৈরি হতে পারে যা থেকে ফের সংক্রমণ দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়।

 

05. ঘরোয়া টোটকা দিয়ে ব্রণ শুকোবেন না

05. ঘরোয়া টোটকা দিয়ে ব্রণ শুকোবেন না

অ্যাস্ট্রিনজেন্ট, টুথপেস্ট, অ্যালকোহল-বেসড টোনার দিয়ে ব্রণ শুকোনোর চেষ্টা করেন অনেকে। এতে শুধু ব্রণ নয়, ব্রণর চারপাশের ত্বকও বিশ্রীভাবে শুকনো হয়ে যায়। এতে প্রদাহ দেখা দিতে পারে, ব্রণ সারতেও সময় নিতে পারে। ঘরোয়া টোটকার বদলে স্যালিসাইলিক অ্যাসিড-বেসড টোনার লাগান। ডার্মালজিকা ক্লিয়ার স্টার্ট ব্রেকআউট ক্লিয়ারিং অল ওভার টোনার লাগাতে পারেন। 12টি নিরাপদ ভেষজ দিয়ে তৈরি এই টোনার ব্রণর লালচেভাব আর ব্যথা কমাতে সাহায্য করে।