কোনও আগাম জানান না দিয়ে মুখে একটা বড়সড় ব্রণ দেখতে পাওয়ার মতো খারাপ অভিজ্ঞতা আর কিছু হতেই পারে না! বিশেষ করে সামনে যদি বড় কোনও অনুষ্ঠান থাকে, তা হলে তো কথাই নেই! ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াতেই মুখে বিশ্রী ব্রণ আর গোটা পৃথিবীটাই যেন ভাঙচুর হয়ে যায়! নিয়মিত স্কিনকেয়ার রুটিন মেনে চলা সত্ত্বেও এই ঝামেলার হাত এড়ানো যায় না কিছুতেই! কিন্তু করবেনটা কী? মুখ গোঁজ করে বসে না থেকে বা ব্রণ খুঁটে তুলে ফেলার মতো সর্বনেশে কাজ না করে বরং আসুন সমস্যাটার মোকাবিলা করা যাক! মুখ থেকে বিশ্রী ব্রণ ঝটপট বিদায় করার পাঁচটি উপায় রইল এখানে।

 

01. হাত দেবেন না

01. হাত দেবেন না

ব্রণ বেরোলেই সেখানে হাত চলে যায় অজান্তেই! কিন্তু ব্রণয় বারবার হাত দিলে হিতে বিপরীত হতে পারে। কখনও এ কাজ করবেন না। ব্রণ ফেটে মুখ দিয়ে রক্ত পড়তে পারে। তা ছাড়া যে দাগ থাকবে, তা কমাতে জীবন শেষ হয়ে যাবে! তাই মুখ থেকে হাত দূরে রাখুন, তাতেই বরং তাড়াতাড়ি সারবে ব্রণ।

 

02. ঘন ঘন মুখ ধুয়ে ফেলুন

02. ঘন ঘন মুখ ধুয়ে ফেলুন

মুখ থেকে মৃত কোষ, মেকআপ, ধুলোময়লা আর বাড়তি তেল পরিষ্কার করে ফেলা দরকার, তা না হলে রোমছিদ্র বন্ধ হয়ে ব্রণ বেরোতে পারে। সিম্পল কাইন্ড টু স্কিন ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ Simple Kind To Skin Moisturising Facial Wash. এর মতো কোমল, অ্যালকোহল-মুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন। সবরকম খারাপ উপাদানমুক্ত রি ফেওয়াশটি ত্বকবিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত, এবং এতে কোনওরকম কড়া কেমিক্যাল, সাবান, কৃত্রিম সুগন্ধ ইত্যাদি নেই। ত্বকের ওপরেও এটি অত্যন্ত কোমলভাবে কাজ করে। এই ফেসওয়াশের প্রো-ভিটামিন বি3 ত্বক নরম রাখে, ভিটামিন ই ত্বকে পুষ্টি জোগায় আর বিসাবোলল ত্বকে আর্দ্রতা জোগায়। ত্বক পরিচর্যার রুটিনের অন্তর্গত করে নিন এই ফেসওয়াশটিকে, আপনাকে আর কখনও ত্বকের ক্ষতি নিয়ে মাথা ঘামাতে হবে না।

 

03. বালিশের ওয়াড় নিয়মিত বদলে ফেলুন

03. বালিশের ওয়াড় নিয়মিত বদলে ফেলুন

বালিশের ওয়াড় নিয়মিত না কাচলে তা আপনার ব্রণ বেরোনোর কারণ হয়ে উঠতে পারে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। আপনার চুল, মুখ, পরিবেশের ব্যাকটেরিয়া, তেল, ধুলোময়লা সব বালিশের ওয়াড়ে লেগে থাকে। তাই দু' তিনদিন অন্তর বালিশের ওয়াড় বদলে দিন। আপনার আলস্যকে ব্রণর কারণ হয়ে উঠতে দেবেন না।

 

04. স্পট ট্রিটমেন্ট ব্যবহার করুন

04. স্পট ট্রিটমেন্ট ব্যবহার করুন

ডিটক্সিং খুব জরুরি। তা না হলে ত্বক থেকে তেলময়লা দূর করা সম্ভব নয়। তাই এক্ষুনি সিম্পল ডেইলি স্কিন ডিটক্স এসওএস ক্লিয়ারিং বুস্টার/ Simple Daily Skin Detox SOS Clearing Booster ব্যবহার করতে শুরু করে দিন! এরকম উপাদান আর দুটি পাবেন না! থাইম, জিঙ্ক আর উইচ হ্যাজেলের অ্যালকোহলমুক্ত ডিটক্সিফায়িং মিশ্রণ দিয়ে তৈরি এই প্রডাক্টটি স্পট ট্রিটমেন্ট হিসেবে কাজ করে এবং ত্বকের লালচেভাব আর প্রদাহ কমায়। পাশাপাশি এটি ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে, ফলে আপনার ত্বক থাকে কোমল আর উজ্জ্বল।

 

05. ব্রণয় বরফ লাগান

05. ব্রণয় বরফ লাগান

ভয় পাবেন না, এতে হিতে বিপরীত হবে না। পরিষ্কার রুমালে একটুকরো বরফ জড়িয়ে ব্রণর ওপরে লাগান। তিন চার মিনিট রাখুন। বরফ প্রদাহ কমায়, ব্রণর আকারও ছোট করে দেয়। সঙ্গে ব্যথাও কমে। দিনে বেশ কয়েকবার এই টোটকাটি প্রয়োগ করে দেখুন, খুব শিগগিরই নাছোড় ব্রণ মিলিয়ে যাবে।