চোয়াল আর চিবুকে বেরোনো বিশ্রী হরমোনাল অ্যাকনে সারিয়ে তুলুন ঝটপট

Written by Manisha Dasgupta17th Nov 2021
চোয়াল আর চিবুকে বেরোনো বিশ্রী হরমোনাল অ্যাকনে সারিয়ে তুলুন ঝটপট

ব্যাড হেয়ার ডে-র চেয়েও আতঙ্কের কোনও কিছু কি আছে? যে কোনও মেয়েকে প্রশ্নটা করুন, উত্তর আসবে, ব্রণ। কিন্তু ব্রণর চেয়েও যদি খারাপ কিছু থাকে, তা হল চিবুকে আর চোয়ালে হরমোনাল অ্যাকনের উৎপাত। সাধারণ ব্রণর চেয়ে এই হরমোনাল ব্রণ অনেক বেশি লাল হয়, আর ব্যথাও থাকে। আর একবার হলে এই ব্রণ চট করে সারতে চায় না! কিন্তু সমস্যা যাই হোক, যথারীতি সমাধান নিয়ে হাজির আমরা! চোয়ালে আর চিবুকে হরমোনাল ব্রণর উৎপাত আর তার সঠিক চিকিৎসা সম্পর্কে যাবতীয় তথ্য নিয়ে এসেছি আমরা। পড়তে থাকুন!

 

হরমোনাল অ্যাকনে কাকে বলে?

হরমোনাল অ্যাকনের চিকিৎসা করা হয় কীভাবে

নাম শুনেই বোঝা যাচ্ছে, হরমোনাল অ্যাকনের কারণ হল শরীরে হরমোনের ভারসাম্যের অভাব এবং এই সমস্যা মেয়েদের মধ্যে হামেশাই দেখা যায়। বয়ঃসন্ধি, ঋতুকাল এবং মেনোপজ বা ঋতুবন্ধের মতো শরীরের নানা পর্যায়ে সাধারণত হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। হরমোনের সমস্যাজনিত ব্রণ সাধারণত চোয়াল, চিবুক আর গালে বেরোয়। শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে ত্বকে প্রদাহ দেখা দেয়, অত্যন্ত বেশি তেল নিঃসৃত হয় এবং ত্বকের রোমছিদ্র বন্ধ হয়ে যায়।

 

হরমোনাল অ্যাকনের চিকিৎসা করা হয় কীভাবে

হরমোনাল অ্যাকনের চিকিৎসা করা হয় কীভাবে

হরমোনাল অ্যাকনে কাকে বলে জানার পর এবার তার চিকিৎসা কীভাবে হয় সেই প্রসঙ্গে আসব। চোয়াল আর চিবুকে বেরোনো হরমোনাল অ্যাকনে কীভাবে সারিয়ে তুলবেন, রইল সে সম্পর্কে কিছু টিপস।

ত্বকে রেটিনয়েড লাগান: ওষুধের দোকানে রেটিনয়েড পাওয়া যায় যা হরমোনাল অ্যাকনের চিকিৎসায় দারুণ কার্যকর। ভিটামিন এ থেকে রেটিনয়েড উদ্ভুত, এবং এটি জেল বা লোশন আকারে পাওয়া যায় যা ব্রণর ওপরে আপনি লাগাতে পারেন।

ওরাল কনট্রাসেপটিভ: এথিনিল এস্ট্রাডিয়ল যুক্ত ওরাল কনট্রাসেপটিভ হরমোনাল অ্যাকনে সামাল দেওয়ার পক্ষে খুবই উপযোগী। এমনকী ওভ্যুলেশন চলার সময়ও এটি খেতে পারেন।

গ্রিন টি: গ্রিন টি পান করলে বা গ্রিন টি যুক্ত ক্রিম বা জেল লাগালে ত্বকের প্রদাহ কমবে, প্রাকৃতিকভাবে হরমোনাল অ্যাকনে সারিয়ে তুলতে পারবেন।

টি ট্রি অয়েল: টি ট্রি অয়েলে অ্যান্টি-ইনফ্লামেটরি গুণ রয়েছে, তাই টি ট্রি অয়েলযুক্ত স্কিনকেয়ার প্রডাক্ট চোয়াল আর চিবুকের হরমোনাল অ্যাকনে সারিয়ে তুলতে সাহায্য করে। সরাসরি ব্রণর ওপরে টি ট্রি অয়েল ব্যবহার করতে চাইলে তা কোনও কেরিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। লাগানোর আগে ত্বকে প্যাচ টেস্ট অবশ্যই করে নেবেন।

তবে ওপরে বলা চিকিৎসা পদ্ধতি মেনে চলেও যদি ব্রণ না কমে, তা হলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1578 views

Shop This Story

Looking for something else