সহজেই মুখ থেকে মুছে ফেলুন দূষণ আর রোদজনিত ক্ষতির সব চিহ্ন

Written by Manisha Dasgupta19th Oct 2021
 সহজেই মুখ থেকে মুছে ফেলুন দূষণ আর রোদজনিত ক্ষতির সব চিহ্ন

রোদজনিত ক্ষতি আর দূষণ, দুইয়ে মিলে আপনার ত্বকের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। এই জোড়া আক্রমণে ত্বকের গুণমান নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ত্বক শুষ্ক নিষ্প্রাণ হয়ে পড়ে, দাগছোপ পিগমেন্টেশনের সমস্যা বাড়ে। কিন্তু এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় আছে। রোদজনিত ক্ষতি আর দূষণের প্রভাব থেকে ত্বককে মুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাইলে এই লেখা আপনারই জন্য। ত্বকের ক্ষতি সারিয়ে তুলে তা পুনরুজ্জীবিত করে তোলার সহজ পদ্ধতি আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা। পড়ে নিন, আমাদের ধন্যবাদটা না হয় পরেই দেবেন!

 

কী কারণে ত্বক বিবর্ণ হয়ে যায়?

কীভাবে ত্বক পুনরুজ্জীবিত করে তোলা যায়?

মূল বিষয়ে যাওয়ার আগে প্রথমত বোঝা দরকার কেন আমাদের ত্বক নিষ্প্রাণ বিবর্ণ দেখায়। আমরা সকলেই জানি ত্বক থেকে মৃত কোষ উঠে যায়। এই মৃত কোষ ত্বকের উপরিভাগে জমতে থাকে, ফলে ত্বক নিষ্প্রাণ নির্জীব দেখায়। ত্বকের ওপর মৃত কোষ জমে রোমকূপের মুখ বন্ধ করে দেয়, এবং তা থেকে ব্রণ বেরোয়।

তা ছাড়া জল কম খাওয়া, ক্লান্তি, দূষণের কারণে বা ধুলো, গরম বা ঠান্ডা বাতাস, রোদ লেগেও ত্বকের ক্ষতি হয় এবং ত্বক জৌলুস হারিয়ে ফেলে। সে জন্য ত্বক সুরক্ষিত রাখা খুব জরুরি। কয়েকটি নিয়ম মেনে এ সব ক্ষতির হাত থেকে ত্বককে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়াও সম্ভব।

 

 

কীভাবে ত্বক পুনরুজ্জীবিত করে তোলা যায়?

কীভাবে ত্বক পুনরুজ্জীবিত করে তোলা যায়?

এবার প্রশ্ন দূষণ আর রোদের হাত থেকে কীভাবে ত্বক সুরক্ষিত করে তাকে পুনরুজ্জীবিত করে তুলবেন। আমাদের কাছে এই প্রশ্নের একটি সহজ ও নিশ্চিত উত্তর রয়েছে - পন্ড'স  চারকোল অ্যান্টি পলিউশন হোম ফেসিয়াল কিট/ ব্যবহার করুন। ঘরোয়া এই ফেসিয়াল কিটে রয়েছে সহজ ছয় ধাপের ত্বক পরিচর্যার কর্মসূচি যা ত্বকের ওপর রোদ আর দূষণের ক্ষতিকর প্রভাব কাটিয়ে দেবে মাত্র আধ ঘণ্টায়। এই কিটের মূল উপাদান ডিটক্সিফায়িং অ্যাক্টিভেটেড চারকোল যা সানট্যান, কালো দাগের মতো ক্ষতি কাটিয়ে ত্বককে তার স্বাভাবিক দীপ্তি ফিরিয়ে দিতে সক্ষম। দেখে নিন কীভাবে ব্যবহার করবেন এই ফেসিয়াল কিট।

ধাপ #1: কিটের ভেতরে দেওয়া পন্ড'স অ্যান্টি-পলিউশন ফেসওয়াশ/ Pond’s Anti-Pollution Face Wash দিয়ে মুখ ধুয়ে নিন। মুখে ভালো করে ফেসওয়াশ লাগিয়ে মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

ধাপ #2: এরপর পলিউশন-অফ স্ক্রাব দিয়ে ত্বক এক্সফোলিয়েট করে সমস্ত তেলময়লা মৃত কোষ তুলে ফেলতে হবে। একটাকার কয়েনের আকারের সমপরিমাণ স্ক্রাব নিয়ে মুখে কয়েক মিনিট মাসাজ করুন, তারপর জল দিয়ে ধুয়ে নিন।

ধাপ #3: এবার স্কিন টোন উজ্জ্বল করে জেল্লা ফুটিয়ে তুলতে সারা মুখে লাগান কিটের রিভাইটালাইজিং ক্রিম।

ধাপ #4: হয়ে গেলে মুখে আর গলায় চক্রাকারে মাসাজ করুন ডিপ মাসাজ ক্রিম, এতে রক্ত সংবহন উন্নত হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

ধাপ #5: ত্বক থেকে সমস্ত তেলময়লা ব্ল্যাকহেড তুলে ফেলতে মুখে লাগান কিটের চারকোল পিল-অফ মাস্ক। সারা মুখে আর গলায় পাতলা করে মাস্ক লাগিয়ে নিন, তারপর 10-15 মিনিট রেখে তুলে ফেলুন।

ধাপ 6: একদম শেষ ধাপে সারা মুখে আর গলায় ভালোভাবে পলিউশন প্রোটেক্ট ক্রিম লাগিয়ে নিন, যাতে রোদ বা দূষণের মতো পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক সুরক্ষিত থাকে। ত্বকের জন্য খরচ করুন মাত্র 30 মিনিট আর পেয়ে যান হাসিখুশি উজ্জ্বল ত্বক!  

 

 

 

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1180 views

Shop This Story

Looking for something else