ত্বকের যত্নের নানা পদ্ধতির মধ্যে থেকে সবচেয়ে সেরাটি যদি বেছে নিতে হয়, তা হলে এ বিষয়ে যিনি সবচেয়ে পারদর্শী, তাঁর কাছ থেকেই মতামত নেওয়া ভালো, তাই না? সে জন্যই আমরা সারাক্ষণ সেলিব্রিটিদের ভিডিও দেখি... দেখি কীভাবে তাঁরা ত্বকের যত্ন নেন। তাঁদের ভিডিও থেকে আমরা খুঁজে বের করে আনি ত্বকের যত্নের সেরা কৌশল আর টিপস, যা তাঁদের নিখুঁত জেল্লাদার ত্বকের মূল কথা! হিলারি ডাফ যখন নিজের বিউটি ভিডিও শেয়ার করেছিলেন, আমরা প্রায় ঝাঁপিয়ে পড়েছিলাম। একুশ শতকের এই টিনএজ তারকার কাছে রয়েছে একটি দারুণ আই ক্রিমের হদিশ! মুখের পরিচর্যা শেষ করার পরে একটি আই ক্রিম নিয়ে হিলারি তাঁর চোখের নিচে যেমন লাগিয়েছিলেন, তেমনি লাগিয়েছিলেন ঠোঁটের চারপাশেও! আসলে এই কৌশলটা নতুন নয়, বহু মেয়ে এই পদ্ধতি সম্পর্কে জানেন, অনুসরণও করেন। কিন্তু ইদানীং এই কৌশলটি বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে, আর সে কথাই জানাব আপনাদের!

আই ক্রিম দিয়েই মুছে ফেলুন ঠোঁটের দু’পাশের স্মাইল লাইন। জেনে নিন কীভাবে

হিলারি জানিয়েছেন এই কৌশলটি অনুসরণ করেন তিনি যাতে মুখের চারপাশে হাসির সূক্ষ্ম রেখাগুলো গাঢ় হয়ে বসে না যায়। আই ক্রিম যেভাবে তৈরি হয় তাতে চোখের চারপাশের সূক্ষ্ম রেখাগুলো হালকা আর মসৃণ করে দিতে পারে, চোখের চারপাশের বলিরেখাও কমে এই ক্রিমে। তেমনি মুখের চারপাশেও সূক্ষ্ম রেখা তৈরি হয়। হাসির কারণে, ক্রমাগত মুখ নাড়ার জন্য ঠোঁটের চারপাশে বলিরেখা দেখা দেয়। হাসার সময়ে এ সব রেখা স্পষ্ট হয়ে ওঠে, ঠোঁটের কোণে পরিষ্কার দেখা যায়। বয়স বাড়ার কারণে যেমন ঠোঁটের পাশে বলিরেখা দেখা দেয়, তেমনি রোদজনিত ক্ষতি, ধূমপান, খাওয়াদাওয়ার অনিয়ম এবং জিনগত কারণেও ঠোঁটের চারপাশে গভীর বলিরেখা দেখা দিতে পারে।

মুখের নানা ব্যায়াম, মুখের জন্য নির্দিষ্ট যোগব্যায়াম করে এই হাসিজনিত বলিরেখা কমানো যায়। তা ছাড়া বোটক্স এবং হায়ালুরনিক অ্যাসিড ফিলার ইনজেকশনের মতো ডাক্তারি পদ্ধতিতেও এই বলিরেখা মুছে ফেলা যায়। কিন্তু তার চেয়ে উন্নততর বিকল্প চাইলে কিছুটা আই ক্রিম ঠোঁটের চারপাশেও মাসাজ করে লাগিয়ে নিন, উপকার পাবেন দীর্ঘমেয়াদি!

 

আই ক্রিম দিয়েই মুছে ফেলুন ঠোঁটের দু’পাশের স্মাইল লাইন। জেনে নিন কীভাবে

এখন প্রশ্ন হল, কোন আই ক্রিম চোখের পাশাপাশি আপনার ঠোঁটের চারপাশের স্মাইল লাইন কমাতেও সাহায্য করবে? কীভাবে খুঁজে পাবেন সেই ক্রিম? আই ক্রিম কেনার সময় যে উপাদানটি আছে কিনা অবশ্যই দেখে নিতে হবে, তা হল রেটিনল। ত্বক বলিরেখামুক্ত রাখতে এই অ্যান্টি-এজিং উপাদানটির আজও কোনও জুড়ি মেলা ভার! একই সঙ্গে যেহেতু আপনি ক্রিমটি ঠোঁটের চারপাশে লাগাবেন, তাই সেই ক্রিমে যথেষ্ট হাইড্রেটিং বা আর্দ্রতা রক্ষাকারী গুণও থাকা দরকার। এই দুটি বিষয়েরই সঠিক সমাহার ঘটিয়েছে পন্ড'স এজ মিরাকল আই ক্রিম/ Pond's Age Miracle Eye Cream। রেটিনল-সি কমপ্লেক্সের সঙ্গে গ্লিসারিন আর ভিটামিন বিথ্রি-এর সহাবস্থানের কারণে এই ক্রিমটি আপনার ত্বকের পক্ষে উপযোগী আর সেই সঙ্গে আদর্শ অ্যান্টি-এজিং ক্রিম। চোখের চারপাশে ক্রিমটি লাগানোর পর তর্জনিতে আরও খানিকটা ক্রিম নিন এবং স্মাইল লাইন বরাবর মাসাজ করে লাগিয়ে নিন। দরকার হলে ক্রিমটা লাগানোর সময় সত্যি সত্যি হাসুন, যাতে বুঝতে পারেন ঠিক কোথায় কোথায় ক্রিম লাগানোর দরকার আপনার!