বয়স ক্রমশ বাড়তে থাকলে যত মন খারাপই হোক না কেন, বয়স তো বাড়বেই, তাকে থামানো যাবে না! অগত্যা বয়সের দাগছোপ যথাসম্ভব কমিয়ে রাখার দিকেই মন দিতে হয়! মুশকিল হল, শরীরের যে অংশগুলোর প্রতি আমরা তেমন মনোযোগ দিই না, বয়সের দাগ সবার আগে সে সব জায়গাতেই ফুটে ওঠে!

যেমন ধরুন গলা! গলার ত্বক সবচেয়ে নরম আর স্পর্শকাতর, অথচ ত্বক পরিচর্যার দিক থেকে দেখলে গলাকে আমরা প্রায়ই অবহেলা করি। সে জন্য শরীরের বাকি অংশের চেয়ে গলার ত্বকে বয়সের কুঞ্চন সবার আগে ধরা পড়ে। আপনিও কি তার ভুক্তভোগী? বয়সের কারণে আপনার গলার ত্বকেও যদি বয়সের বলিরেখা দেখা দিয়ে থাকে আর আপনি হন্যে হয়ে সে সমস্যার সমাধান চান, তা হলে উপায় বাতলে দিতে পারি আমরা। একদম গোড়ার কাজ হিসেবে গলায় নিয়মিত ময়শ্চারাইজার আর সানস্ক্রিন মাখতে শুরু করুন, আর সঙ্গে ব্যবহার করুন আমাদের দেওয়া কিছু প্রাকৃতিক সমাধান!

 

কলা

কলা

কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তা ছাড়া ভিটামিন আর প্রাকৃতিক তেলও থাকে পর্যাপ্ত পরিমাণে যা ত্বকের টানটানভাব ধরে রাখতে সাহায্য করে।

আধখানা কলা চটকে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিন, তারপর পাতলা করে গলায় লাগিয়ে রাখুন। 15-20 মিনিট বসতে দিন, তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

 

ডিমের সাদা

ডিমের সাদা

বলিরেখা এবং অকালবার্ধক্যের দাগছোপ দূর করতে ডিমের সাদা খুবই কার্যকর ঘরোয়া টোটকা। গলার বলিরেখা দূর করতে পাতলা করে ডিমের সাদা অংশটা লাগিয়ে রাখুন। ধীরে ধীরে সূক্ষ্ম রেখা আর বলিরেখা দুইই ফিকে হয়ে আসবে, পাশাপাশি ত্বকের কোলাজেন তৈরির পরিমাণও বেড়ে যাবে, আর আপনার ত্বক থাকবে মসৃণ, উজ্জ্বল আর তারুণ্যে ভরপুর!

ডিমের কুসুম থেকে সাদা অংশটা আলাদা করে নিন। তারপর একটা ফেসিয়াল ব্রাশ দিয়ে পুরো গলায় ডিমের সাদাটা লাগিয়ে নিন। শুকিয়ে টান ধরলে ধুয়ে ফেলবেন।

 

ভিটামিন সি

ভিটামিন সি

ত্বকের যে অংশে বলিরেখা দেখা দিয়েছে, সেখানে ভিটামিন সি লাগালে বয়সের দাগ আর রোদজনিত ত্বকের ক্ষতি, দুইই কমে। ল্যাকমে অ্যাবসলিউট আইডিয়াল টোন রিফিনিশিং ডে ক্রিম এসপিএফ 50 পিএ+++/ Lakme Absolute Ideal Tone Refinishing Day Creme SPF 50 PA +++ ব্যবহার করুন। এতে আনারসের নির্যাস রয়েছে যা বয়সের প্রথম দাগছোপগুলো প্রতিরোধ করে এবং ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষিত রাখে। এর সঙ্গে প্রতিদিনের খাবারে কমলালেবু, আনারস, লঙ্কা, ক্যাপসিকাম, পেয়ারার মতো ভিটামি সি ভরপুর খাবার রাখুন।