নিজের ব্ল্যাকহেডস কখনও নিজে খুঁটে তুলবেন না, জেনে নিন 4টি কারণ

Written by Manisha Dasgupta26th Nov 2020
নিজের ব্ল্যাকহেডস কখনও নিজে খুঁটে তুলবেন না, জেনে নিন 4টি কারণ

তেলতেলে ত্বকের হাজারটা সমস্যা! আর সে সব সমস্যার মধ্যে সবচেয়ে বিরক্তিকর ব্যাপারটা হল ব্ল্যাকহেডস! যদিও ব্ল্যাকহেডস প্রায় সব ধরনের ত্বকেই হতে পারে, কিন্তু তেলতেলে ত্বকে তা একটু বেশিই হয়! এই ব্ল্যাকহেডস থেকে যেমন ব্রণ হতে পারে, তেমনি ব্ল্যাকহেডসের আধিক্য থাকলে ত্বক খুব নির্জীব, ক্ষতিগ্রস্ত আর বিবর্ণ দেখায়।

কিন্তু তার জন্য কি ব্ল্যাকহেডস খোঁটাখুঁটি করেন আপনি? তা হলে কিন্তু বলতে হবে আপনার ত্বক আর সৌন্দর্যের বিরাট বড় ক্ষতি করছেন আপনি! ব্ল্যাকহেডস খুঁটলে একদিকে যেমন ত্বকের ক্ষতি হয়ে যাওয়ার ভয় থাকে, তেমনি মুখে দাগ পড়ে যেতে পারে, এবং আরও নানা সমস্যাও দেখা দিতে পারে।

বিশদে জানতে চান? নিচে আমরা বেশ কিছু কারণের কথা বলেছি যা পড়লে আপনি বুঝে যাবেন কেন নিজের ব্ল্যাকহেডস নিজে নিজে খুঁটে তোলা একেবারেই উচিত নয়, এবং ঠিক কোন কারণে ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে ভালো সালোনে বা ত্বক বিশেষজ্ঞের কাছেই যাওয়া উচিত! কাজেই পড়তে থাকুন...

 

01. ত্বকের প্রদাহ হওয়ার ভয় থাকে

04. রোমছিদ্রের আকার বড় যেতে পারে

 

02. বিশ্রী দাগ থেকে যেতে পারে

04. রোমছিদ্রের আকার বড় যেতে পারে

 

03. ব্ল্যাকহেডস থেকেও হতে পারে ব্রণ

04. রোমছিদ্রের আকার বড় যেতে পারে

 

04. রোমছিদ্রের আকার বড় যেতে পারে

04. রোমছিদ্রের আকার বড় যেতে পারে

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
1562 views

Shop This Story

Looking for something else