বর্ষায় চুলের রুক্ষতা কমাতে মেনে চলুন 5টি টিপস

Written by Manisha Dasgupta15th Jul 2021
বর্ষায় চুলের রুক্ষতা কমাতে মেনে চলুন 5টি টিপস

হঠাৎ একপশলা ঝমঝমে বৃষ্টি মানেই চুলের দফারফা! যতই আকাশে বর্ষার মেঘ দেখে মন উদাস হয়ে যাক, বৃষ্টির ঠান্ডা হাওয়ায় শরীর জুড়িয়ে যাক, কিন্তু এই আবহাওয়ায় ত্বক আর চুলের ওপর যে প্রভাব পড়ে, বলার নয়! বর্ষার বাতাসের চড়া আর্দ্রতায় চুল রুক্ষ হয়ে যায়, ঠিকমতো যত্ন না নিলে চুলের অবস্থা উত্তরোত্তর খারাপ হতে থাকে! এমন কি আর হতে দেওয়া যায় বলুন! এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে আমরা নিয়ে এসেছি পাঁচটি সমাধান যা বর্ষার হামলা থেকে সুরক্ষিত রাখবে আপনার চুল।

 

01. অ্যান্টি-ফ্রিজ শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করুন

05. মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করুন

চুলের যত্নের যে কোনও রুটিনের জরুরি অঙ্গ হল শ্যাম্পু আর কন্ডিশনার। সেজন্য বর্ষায় চুল যাতে শুষ্ক আর রুক্ষ না হয়ে যায়, তাই প্রাথমিক কাজগুলো ঠিকঠাক করে করা খুব দরকার। লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট'স আর্গান অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার অ্যারোমা স্মুদ অ্যান্ড সিরিন শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার/Love Beauty & Planet’s Argan Oil and Lavender Aroma Smooth and Serene Shampoo and Conditioner ব্যবহার করুন আর মুক্তি পান বর্ষার রুক্ষ চুলের হাত থেকে। খাঁটি মরোক্কান আর্গান অয়েল, অর্গানিক নারকেল তেল আর ভেষজ ক্লেনজার আপনাকে দেয় রুক্ষতাহীন নরম মসৃণ চুল। এই শ্যাম্পু আর কন্ডিশনারে সিলিকোন, প্যারাবেন, কৃত্রিম রং বা কোনও প্রাণীজ উপাদান নেই। বাড়তি পাওনা ফরাসি ল্যাভেন্ডারের নরম সুগন্ধ যা আপনার চুল রাখবে সুরভিত!

 

02. চুলে মাখুন স্মুদনিং সিরাম

05. মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করুন

ব্যাড হেয়ার ডে কার জীবনে আসে না বলুন? কিন্তু এমন কিছু কি আছে যা ব্যবহার করলে সবচেয়ে রুক্ষ উড়ো চুলও রাতারাতি মসৃণ আর চকচকে হয়ে উঠতে পারে? অবশ্যই আছে, তার নাম হেয়ার সিরাম! আমাদের পছন্দ হল ট্রেসমে কেরাটিন স্মুদ সিরাম/TRESemmé Keratin Smooth Serum। ক্যামেলিয়া অয়েল সমৃদ্ধ এই সিরামটি চুলের ওপর একটি সুরক্ষার আস্তরণ তৈরি করে বর্ষার আর্দ্রতাকে চুলের সংস্পর্শে আসতে দেয় না, ফলে চুল রুক্ষও হতে পারে না। কয়েক ফোঁটা সিরাম নিয়ে ভেজা বা শুকনো চুলের মাঝামাঝি অংশ থেকে শেষভাগ পর্যন্ত ভালো করে মেখে নিন আর বাড়িতে বসেই পেয়ে যান রেশমি, মসৃণ, পার্লারের মতো চকচকে চুল।

 

03. হাতের কাছে রাখুন হিট প্রোটেকট্যান্ট

05. মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করুন

বর্ষার মরশুমে চুলের রুক্ষতা এড়াতে হিট স্টাইলিং যথাসম্ভব না করাই ভালো। যদি কখনও একান্ত করতেই হয়, তা হলে আগে চুলে খুব ভালো করে ট্রেসমে কেরাটিন স্মুদ হিট প্রোটেকশন স্প্রে/ TRESemmé Keratin Smooth Heat Protection Spray লাগিয়ে নিন। এই স্প্রে 450 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপ থেকে চুলকে রক্ষা করে, পাশাপাশি রুক্ষতা কমায়, চুল চকচকে করে তোলে। এই স্প্রেতে মারুলা অয়েল রয়েছে, তাই চুল নরমও থাকে।

 

04. কাজে লাগান হেয়ার অ্যাকসেসরি

05. মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করুন

বাতাসের অতিরিক্ত আর্দ্রতা চুল শুষে নেয় এবং তার ফলে খুব রুক্ষ হয়ে পড়ে। খোলা বাতাসে বেরোনোর সময় চুলে একটা স্কার্ফ জড়িয়ে নিন, বা টুপি পরুন। রংবেরঙের চুলের কাঁটা আর হেডব্যান্ড দিয়েও সামলে রাখতে পারেন উড়ো চুল। দেখতেও দারুণ সুন্দর লাগবে!

 

05. মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করুন

05. মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করুন

আগে নির্ঘাত অনেকবার এ কথাটা শুনেছেন, তবুও আমরা আরও একবার মনে করিয়ে দিতে চাই! ভেজা অবস্থায় আপনার চুল খুব দুর্বল থাকে, ফলে এই সময় ক্ষতিও হয় বেশি। সুতির সাধারণ তোয়ালে দিয়ে চুল মুছলে ঘষা লেগে চুল ছিঁড়ে যেতে পারে, চুল রুক্ষও হয়ে যায়। তাই আপনার দরকার মাইক্রোফাইবারের তোয়ালে যাতে চুলে ঘষা কম লাগে, চুল দ্রুত শুকিয়েও যায়। চুলের যত্ন নিন এ সব টিপস মেনে, আর উপভোগ করুন বর্ষার সৌন্দর্য! হ্যাপি মনসুন!

Manisha Dasgupta

Written by

Author at BeBeautiful.
913 views

Shop This Story

Looking for something else